খাওয়া আর পেট্রোলের ব্যবহার কমিয়ে দিন! দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে নিদান বিজেপি নেতার

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে ছত্তিশগড়ের (chhattisgarh) প্রাক্তন মন্ত্রী ব্রজমোহন আগরওয়াল (brijmohan agarwal), তাঁর এক বিতর্কিত মন্তব্যের জেরে আবারও সংসাদ শিরোনামে উঠে এসেছেন। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে তাঁর মন্তব্যের কারণে। সম্প্রতি সময়ে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তাঁর করা এক মন্তব্যের জেরে সমালোচিতও হলেন এই বিজেপি বিধায়ক।

বিষয়টা হল বর্তমান সময়ে একে করোনা আবহে, তার উপর বিভিন্ন রাজ্যে জারি রয়েছে লকডাউনের বিধিনিষেধ। এই পরিস্থিতিতে খাদ্যবস্তুর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি এবং পেট্রল ও ডিজেলের বিদ্যুতের গতিতে বেড়ে চলা দামের জেরে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। সংকটের এই দিনে বাজারের এই অগ্নিমূল্যের জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মানুষজনের।

brajmohan 2

দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ছত্তিশগড়ের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক ব্রজমোহন আগরওয়াল বলেন, ‘মানুষজন খাওয়া দাওয়া বন্ধ করে দিন এবং সর্বোপরি পেট্রোল ডিজেলের ব্যবহার বন্ধ করে দিন। তাহলেই দেখবেন দ্রব্য মূল্যের বৃদ্ধি কমে যাবে। তবে আমার মনে হয়, শুধুমাত্র কংগ্রেসের কর্মী সমর্থকরা যদি এই কাজ করেন, তাহলে মূল্যবৃদ্ধি অনেকটাই কমে যাবে’।

বিজেপি বিধায়কের এই মন্তব্যের জেরে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য কংগ্রেসের মুখপাত্র সুশীল আনন্দ শুক্লা। তিনি ট্যুইটে আক্রমণ করে লেখেন, ‘দেখুন মূল্যবৃদ্ধি কমাতে বিজেপি বিধায়ক কি অদ্ভূত পরামর্শ দিচ্ছেন! তিনি বলছেন, মানুষজন যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং পেট্রোল এবং ডিজেলের ব্যবহার বন্ধ করে দেয় তাহলেই নাকি জিনিসপত্রের দাম কমবে’।

তিনি আরও বলেন, দেশে যখন চরম সংকট দেখা দিয়েছে, অনাহারে মানুষের দিন কাটছে, সেই সময় বিজেপি নেতার এমন মন্তব্য, সত্যই নির্লজ্জতার সীমা অতিক্রম করে গেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর