এবার করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে “মোদি মাস্ক” বিলি করলেন বঙ্গ বিজেপি

গত সোমবার থেকেই ভারতে ছড়িয়েছে করোনা ভাইরাস (Corona Virus)। আর বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৮। তার মধ্যে আবার  ১৫ জন ইটালির পর্যটক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বুধবার জানিয়েছেন,” দেশের সমস্ত বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে, দেশে ৩৩টি করোনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে” । চীনের  করোনাভাইরাস আতঙ্ক এতোটাই ছড়িয়ে গিয়েছে যে তার প্রভাব দেশের জনগনের ওপর পড়তে শুরু করেছে।

আর সেই প্রাভাব সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে।আর এবার করোনা আতঙ্ক ছড়িয়েছে ইরানে। চীনের পর করোনার ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানের। ইরানে ভাইরাসের সংক্রমণের অবস্থা এতটাই খারাপ যে এই রোগটি অনেক সরকারী কর্মকর্তাকে আটক করেছে। এমনকি ইরানের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের চিফও করোনার ভাইরাসে আক্রান্ত। ইরান থেকে করোনার ভাইরাসের সংক্রমণ কত দ্রুত ছড়িয়ে পড়েছে তা এসব ঘটনা থেকে অনুমান করা যায়।কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানা সম্ভব নয়।corona virus 4কিন্তু ইরানি পার্লামেন্টের ৮০ শতাংশ সদস্য করোনার ভাইরাসে সংক্রামিত হয়েছেন। ইরানের একটি টিভি চ্যানেল জানিয়েছে, ইরানের প্রায় ২৩ জন সংসদ সদস্য করোনার ভাইরাসে ভুগছেনআর এবছর করোনা আতঙ্কে এ বছর হোলি মিলন উৎসবে শামিল হচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারন এবার করোনা সচেতনতা বৃদ্ধিতে ময়দানে নামছেন বঙ্গ বিজেপির নেতারা। তার পাশাপাশি বিজেপির নেতারা অনেকেই প্রচার চালিয়েছেন।

দেশ জুড়ে সচেতনতাও চালানো হয়েছে। তার মধ্যে আবার কেন্দ্র দায়িত্ব নিয়ে সেই ততপরতা চালাচ্ছে। দেশজুড়ে ইতিমধ্যে ৩৩টি করোনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে।আর রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে করোনার সংক্রমণ রোখার প্রয়াস নেয়া শুরু হয়েছে। আর সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন বিজেপি নেতারা। তারা সচেতনতা বাড়ানোর জন্য প্রয়াস নেওয়ার পাশাপাশি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন !

সম্পর্কিত খবর