২৩ লক্ষ দিয়েও টিকিট পাননি বিজেপি নেতা, ‘আত্মহত্যা ছাড়া উপায় নেই’ লিখে চিঠি শীর্ষ নেতৃত্বকে

বাংলাহান্ট ডেস্কঃ পূর্বেই বিজেপির (bjp) বিরুদ্ধে উঠেছিল টাকা নিয়ে টিকিট বিলির অভিযোগ। সেই সময় এই বিষয়কে উড়িয়ে দিলেও, এবার তাঁর একটা প্রমাণ উঠে এল প্রকাশ্যে। পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির লেখা একটি চিঠি।

অভিযোগ উঠেছে, বিধানসভায় টিকিট পেতে ২৩ লক্ষ টাকা দেওয়ার পরও, না মিলেছে টিকিট, না পেয়েছেন টাকা ফেরত। এমতাবস্থায় অভিযোগকারী বিজেপি নেতা আত্মহত্যার হুমকিও দিচ্ছেন। আর এই বিষয় নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে।

IMG 20210608 191258

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পূর্বে পাঁচ দফায় মোট ২৩ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বিজেপি-র পটাশপুর ১ উত্তর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানস রঞ্জন সামাই-র থেকে। অভিযোগ উঠেছে, টিকিট তো দূরস্তর, টিকিট দেওয়ার নাম করে নেওয়া এই টাকা এখনও ফেরত পাননি তিনি।

এই মর্মে বিজেপি-র সংখ্যালঘু মোর্চার মহিলা সহ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বিজেপির প্যাডে চিঠি লিখে সেটি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি-র সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেনকে হোযাটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন তিনি। আর সেখানে তিনি লিখেছিলেন, টাকা ফেরত না পেলে আত্মহত্যা করবেন। আর তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন সংখ্যালঘু মোর্চার মহিলা সহ সভাপতি।

এমন চিঠি লিখলেও, কিভাবে তা এতদিন পর প্রকাশ্যে এল তা নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মানসবাবু। তবে এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি শিবির।

বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগ দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছিল। সেই সময় সকলেই বিজেপির বাংলা জয়ের কাণ্ডারি হতে, হাত ধরেছিলেন গেরুয়া শিবিরের। কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবির পর, বেশিরভাগ নেতৃত্বকেই দল ছেড়ে আবারও নিজেদের পুরনো আশ্রয়ে ফিরে যেতে দেখা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর