লকডাউনের মধ্যে পার্টি করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

মহারাষ্ট্রে করোনার ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৪। তার মধ্যেই রোজ বাড়ছে আক্রান্ত সংখ্যা। একই সময়ে, মুম্বাইয়ে গত ২৪ ঘন্টার মধ্যেই ২২টি করোনার নতুন হদিশ পাওয়া গেছে। ইতোমধ্যে পাঞ্জাব, ওড়িশা ও রাজস্থান এই সিদ্ধান্ত নিয়েছে।আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও শনিবার ৩০ এপ্রিল পর্যন্ত তালাবন্ধক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে।

আর এর মধ্যেও মহারাষ্ট্রের রায়গাল জেলার পানভেলে জন্মদিনের পার্টিতে একজোট হয় বিজেপি কাউন্সিলরসহ ১১ জন। তাদেরকে আটক করা হয়েছে। এর আগে করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নেন। ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেন। আর এর মধ্যেই উৎসব পালন হয় শুক্রবার রাতে।  শুক্রবার রাতে সবাই জন্মদিন পালন করার জন্যে পানভেল পৌর কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর অজয় ​​বাহিরার বাংলোয় জড়ো হয়েছিল।

corona 1 1

 

পানভেল থানার সিনিয়র ইন্সপেক্টর অজয় ​​কুমার জানিয়েছেন, কাউন্সিলরের জন্মদিন উদযাপন করতে কিছু লোক তাঁর বাংলো ছাদে জড়ো হয় আর সেই খবর পুলিশের কাছে যেতেই পুলিশ হানা দেয়। এর পরেই কাউন্সিলরসহ ১১ জনকে আটক করা হয়।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ভারত এবং অন্য দেশের মধ্যেই

সম্পর্কিত খবর