ভর্তিই নিল না SSKM, আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারির

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)। এখনওই বিজেপি নেতার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাই আপাতত এই দুঁদে নেতার ঠাঁই হল প্রেসিডেন্সি জেলেই। সূত্রের খবর, জেল থেকেই তার চিকিৎসা চলবে।

প্রসঙ্গত, গতকাল রাতেই এসএসকেএম (SSKM) হাসপাতালে রেফার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগে নেতার শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের মনেহয় এখনই নেতাকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই।

প্রসঙ্গত আসানসোল সংশোধনাগারে থাকা অবস্থায় গত বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করানো হয় আসানসোলে জেলা হাসপাতালে। এরপর বৃহস্পতিবার নেতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পেটে যন্ত্রণা ও শ্বাসকষ্টেরও সমস্যা নিয়ে ভর্তি হন নেতা।

1609197542 5fea67e64b27a jitendra tiwari

তবে হাসপাতালে একাধিকবার হৃদযন্ত্রের পরীক্ষা হলেও তার বড়সড় কোনও বিপত্তি ধরা পড়েনি বলেই খবর মিলেছিল। কিন্তু এর পরও সুস্থ বোধ করছিলেন না নেতা। তাই অবশেষে তাকে কলকাতার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় বর্ধমান মেডিক্যাল কলেজ। এরপর সময় নস্ট না করেই তাকে গভীর রাতে কলকাতা নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার রাত দুটো নাগাদ আসানসোল কম্বল কাণ্ডের মূল অভিযুক্ত জিতেন্দ্রকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। এরপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর চিকিৎসকরা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে জানান, এখনই তাকে হাসপাতালে ভর্তি করানোর কোনো প্রয়োজন নেই। জেলে থেকেই চিকিৎসা চালিয়ে যেতে পারবেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর