বিষ্ণুপুরে ব্যাপক বিক্ষোভ! ফের মনোনয়ন জমায় বাধা BJP কে, প্রতিবাদে রাস্তায় বসলেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা। হাতে দিন কয়েকের অপেক্ষা মাত্র। আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। কমিশন ঘোষণা করেছে, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। সেই মতো পঞ্চায়েত ভোটের আগে জেলা জুড়ে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। বিরোধীরা জেলায় মনোনয়ন পর্বে বেশ খানিকটাই এগিয়ে থাকলেও বারংবার তাদের মনোনয়ন পত্র জমা দিতে নাকি বাধা দিচ্ছে তৃণমূল (Trinamool)। এই অভিযোগ তুলেই এবার সটান রাস্তায় বসে আন্দোলন করতে দেখা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’ (Soumita Khan)কে।

তবে আজই প্রথম নয়, এই নিয়ে টানা তিনদিন একই অভিযোগ। মনোনয়ন পত্র জমা দিতে গেলেই বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী ও দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে এবার রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিষ্ণুপুরের গেরুয়া সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি বিক্ষোভে সামিল হন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার।

এদিন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের উপর বাঘাজোল মোড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বসে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ সেই একটাই, মনোনয়ন জমা দিতে লাগাতার তাদের বাধা দেওয়া হচ্ছে।

এদিন সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ তুলে বলেন, জয়পুর বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দলের কর্মীরা বাধা দিচ্ছে। নেতার কথায়, “এক তো তৃণমূলের গুণ্ডারা মনোনয়ন জমা করতে দিচ্ছে না, জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। সেই সঙ্গে BDO আমাদের ভুল ফর্ম দিচ্ছেন। যাতে করে মনোনয়ন জমা হলেও ভুলভ্রান্তির কারণে সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। বিরোধীদের সঙ্গে এই আচরনই করা হচ্ছে।”

vote 2023

পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। বলেন,”প্রশাসনের এখানে কোনও ভুমিকা নেই। এলাকায় পুলিশই নেই তো কাজ হবে কি করে। জায়গায় জায়গায় যে ব্যারিকেড করা হয়েছে তা লোক দেখানো। ২০০, ৩০০ এমনকি ১০০০-এর মতো লোক নিয়ে এসে তৃণমূল বিজেপি প্রার্থীদের ওপরে হামলা করছে, মনোনয়ন জমা করতে বাধা দিচ্ছে। প্রশাসন পুরো ঠুঁটো হয়ে রয়েছে। আর রাজ্যটাকেও ঠুঁটো বানিয়ে রেখে দিয়েছে।”

তার কথায়, “আসলে তৃণমূল জানে যে আমরা মনোনয়ন জমা করলেই ওরা ব্যাপকভাবে হারবে। তাই মনোনয়ন জমা করতে দিচ্ছে না।” সাংসদের হুঁশিয়ারি টানা চারদিন ধরে তারা বিডিও অফিসের সামনে আন্দোলন করবেন, এমনকি এরপর আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান নেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর