ফের দিল্লিতে ডাক পড়ল শুভেন্দুর, এবার কী বিরোধী দলনেতাকে নিয়ে বড় পরিকল্পনা? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে ফের দিল্লিতে (Delhi) ডাক! সোমবার ফিরেই জরুরি কাজে আবারও রাজধানী ছুটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক শেষ করে তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ফের কেন দিল্লি যাচ্ছেন? বিমানবন্দরে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অবশ্য কিছুই খোলসা করেননি নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ‘প্রয়োজনীয় কাজে দিল্লি যাচ্ছি।’

প্রসঙ্গত, রবিবারই দিল্লিতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে রাজধানীতে তলব করে কেন্দ্রীয় নেতৃত্বের। সোমবার সকালে দিল্লিতে বিজেপির মেগা বৈঠকও হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক হয়নি বলেই জানা গিয়েছে।

মনে করা হচ্ছে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লি ছুটলেন শুভেন্দু। মনে করা হচ্ছে সোমবার যে ‘শাহী’ বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক ওই দিন কোনও কারণে না হওয়ায় জরুরি বৈঠক করতে আবারও তার তলব পড়েছে।

suvendu amit

সূত্রের খবর, শুভেন্দু ছাড়াও শাহী বৈঠকে থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কলকাতার এসএসকেএম হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। শোকাহত গোটা রাজনৈতিক মহল।

মঙ্গলবার বিধায়কের মরদেহ বিধানসভায় আনা হলে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা। সকাল থেকে সেই নিয়েই ব্যস্ত ছিলেন শুভেন্দু। এরপর বিধানসভাতে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক শেষ করে দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর