মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! যা বললেন তাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই গতকাল নবান্নে মমতা-অরবিন্দ কেজরিওয়াল (Mamata-Arvind Kejriwal) বৈঠক ঘিরে শুরু রাজনৈতিক তরজা। মঙ্গলবার আলোচনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।’

অন্যদিকে, আপ প্রধান বলেন, ‘ দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে।’ এবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে জোর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

মমতা-কেজরিওয়াল বৈঠককে কটাক্ষ করে ট্যুইট করেছেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের দাবি, ‘পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে’। টুইটে শুভেন্দুর অভিযোগ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্য়মন্ত্রীর হয়, তাহলে কী বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল?”

বিরোধী দলনেতার আরও প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গ এবং দিল্লির সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনও সাহায্য করতে চলেছে ? কীভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব? সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দফতরকে কি কোনও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য?’ তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপ প্রধানের প্রায়, ১ ঘণ্টা বৈঠক হয়। এর পরই মোদীর সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক দেয় তৃণমূল ও আপ। সেই নিয়েও জোর চৰ্চা রাজনৈতিক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর