নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থন: হলদিরামের কাছে থমকে গেল 40 ফুটের তেরঙা পতাকা নিয়ে বিজেপির মিছিল

বাংলা হান্ট ডেস্ক : নাগরিক কত সংশোধনী আইনের বিরোধিতা করাই নয় এর সমর্থনও করছে কেউ কেউ। শুধু কেউ কেউ নয় হিন্দু উদ্বাস্তুরা নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য নাগরিকত্বের পরিচয় পাবে তাই তাঁদের মধ্যে আনন্দের শেষ নেই। তাই তো নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দিল্লির উদ্বাস্তু কলোনিতে অকাল হোলি উত্সব পালিত হয়েছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের উদ্বাস্তু হিন্দুদের মধ্যেও এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কম উত্তেজনা নেই।

তাই এত দিন অবধি রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আঁচ ছড়িয়েছিল কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করে এবার শনিবার মিছিলে সামিল হলেন কয়েক শ বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এর এই শহর কলকাতার অন্য প্রান্তে হিন্দু উদ্বাস্তুরা সমর্থনে মিছিল করেছেন কিন্তু বিকেলের দিকে ভিআইপি রোডের কেষ্টপুর থেকে কৈখালি পর্যন্ত মিছিল বের করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।d890b0ec5fff5351515319e5b8a9b424

40 ফুটের একটি তেরঙা পতাকা নিয়ে মিছিলে হেঁটেছিলেন কয়েক শো বিজেপি কর্মী সমর্থক আর ঠিক হলদিরামের কাছে সমর্থন মিছিল পৌঁছনোর পরেই আটকে দেয় পুলিশ।জানা গিয়েছে শনিবার বিকেলে ওই তেরঙা পতাকা নিয়ে হলদিরামের কাছে যেতেই পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের আর তাই মিছিল বেশিদূর এগোতে পারেনি এবং পুলিশের বাধা পেয়ে কোন দিন আমিই মিছিল যায় থমকে।

অন্যদিকে শনিবার বিকেল ৫টার সময় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত মিছিল করে হিন্দু উদ্বাস্তুরা।  আসলে উদ্বাস্তু হিন্দু যাঁরা দীর্ঘদিন ধরে এদেশে আছেন তাঁদের পরিচয় নেই। এবার মোদী সরকারের কল্যানে তাঁদের গতি হচ্ছে আর তাই তো এবার সমর্থণে অকাল হোলি উত্সবে মাতবে রাজ্যের সমস্ত হিন্দু উদ্বাস্তুরা।

এমনিতেই বিজেপির তরফ থেকে নাগরিকত্ব সংসোধনী আইনের সমর্থণে মিছিল হয়েছিল কিন্তু তা ফলপ্রসু হয়নি। তাই তো এবার হিন্দু উদ্বাস্তুদের দিয়ে মিছিল করাচ্ছে বিজেপি, এমনও জল্পনা ছড়িয়েছে।

সম্পর্কিত খবর