রাজ্যের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অগ্নিমিত্রা পাল, দলেই সমালোচিত বিজেপির বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচন শেষে তৃণমূল ফের একবার ক্ষমতায় ফিরতেই বিজেপিতে ফের একবার শুরু হয়েছে দলবদলের গুঞ্জন। বিশেষত মুকুল রায় ফের একবার ঘাসফুলে যোগ দেওয়ার পর থেকেই বাংলায় এখন নতুন ট্রেন্ড ‘কার ফোন বাজল’। অর্থাৎ কোন কোন নেতা যোগাযোগ রাখছেন তৃনমূলের নেতাদের সাথে। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হল আরও এক দাপুটে বিজেপি নেত্রীর নাম। তিনি অগ্নিমিত্রা পাল। দক্ষিন আসানসোলের এই বিধায়কের তৃনমূল যোগ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বর্ষীয়ান তৃনমূল নেতা মলয় ঘটকের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। আর তারপর থেকেই গুঞ্জন তবে কি দল ছাড়ছেন অগ্নিমিত্রাও?

তবে এই জল্পনার ইয়ার্কার সোজা ব্যাটে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এই বিজেপি বিধায়িকা৷ তার দাবি, বিধায়ক হিসেবে কাজ করার জন্য রাজ্যের মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখাটা মোটেই অন্যায় নয়। আর তাছাড়া বিষয়টি যেভাবে দেখানো হয়েছে, আদতে মোটেই তেমনকিছু ঘটেনি। তিনি স্পষ্ট জানান, আসানসোলের মানুষ তাকে ভোটে জিতিয়েছেন৷ তাই তাদের জন্য কাজ করতে তিনি বদ্ধপরিকর। সমালোচনা কানে এলেও তাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। এর আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার ফোনালাপ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এদিন একই সাথে সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তার মতে, বসিরহাটের অনেক মানুষ ঘরে ফিরতে পাচ্ছিলেন না। আর সেই কারণেই খাদ্যমন্ত্রীকে ফোন করে সে কথা জানান তিনি।

এদিনের ঘটনা সম্পর্কে অগ্নিমিত্রা আরও জানান,পূর্তমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে এর সাথে সাথেই তার সাফ দাবি, “তবে আমি মলয়কাকুর সঙ্গে রাজনীতি কেন, কোনও বিষয়েই ইদানীংকালে কোনও কথা বলিনি। তবে আমি সর্বত্র একটা কথা বলছি যে, রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি-র সঙ্গে আলোচনা করেই রাজ্যের উন্নয়নের পরিকল্পনা করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।” আসানসোল বিধানসভায় উন্নতির জন্য যাকে যাকে তার দরকার তাদের পাশে নিতে তার কোনো আপত্তি নেই, একথা পরিষ্কার সংবাদমাধ্যমকে জানিয়েছেন অগ্নিমিত্রা।

কিন্তু অগ্নিমিত্রা যখন পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলেননি তখনই জল্পনা সূত্রপাত কিভাবে? ইয়াস ঘূর্ণিঝড়ের পর পশ্চিম বর্ধমানের সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগের জন্য দামোদর এর উপর একটি বাঁধের দাবি জানিয়েছিলেন অগ্নিমিত্রা। তিনি পরিস্কার বলেছিলেন এর জন্য প্রয়োজন হলে কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়, রাজ‍্যের দায়িত্বপ্রাপ্ত পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে আলোচনা করবেন তিনি। তখন থেকেই জল্পনা শুরু। আর তারপর এও গুঞ্জন ওঠে মলয়বাবুর সাথে বৈঠকও করেছেন তিনি। তবে একথা এদিন সাফ নাকচ করেছেন অগ্নিমিত্রা। তবে সাথে সাথে তিনি এও বলেন, কাজের প্রয়োজনে বৈঠক হতেই পারে সেজন্য কাউকে ট্রোল করা উচিত নয়।


 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর