যাদের ভারতে থাকতে ভয় লাগে, তাঁরা আফগানিস্তান চলে যাক! বললেন বিজেপি বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের (Haribhushan Thakur) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে। ওই ভিডিওতে বিধায়ক বলছেন, যার ভারতে থাকতে ভয় লাগে, সে আফগানিস্তান চলে যাক। কারণ ওখানে পেট্রোল-ডিজেলের দাম অনেক কম। ওঁদের ওখানেই বসবাস করা উচিৎ।

ঠাকুর আরও বলেন, এরকম মানুষের চোখ খুলে দেখা উচিৎ অন্য দেশ আর ভারতের পরিস্থিতি কেমন। ঠাকুর বলেন, ধর্ম আর জাতের নামে দেশ ভাগ হয়েছিল। ভারতের মানুষ এখনও যদি না বুঝতে পারে, তাহলে আরও একবার দেশ ভাগ হবে।

ঠাকুর এর আগেও নিজের বয়ান নিয়ে বহুবার চর্চায় এসেছেন। উনি বিধানসভা সদনের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা তুলে তোলপাড় করে দিয়েছিলেন। উনি বলেছিলেন, সীমান্তবর্তী অনেক এলাকায় হিন্দুরা সংখ্যালঘু আর মুসলিমরা সংখ্যাগুরু। আর এরকমই কিছু আগামী দিনে বিহারের অবস্থা হবে। এখানেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে।

ঠাকুরের এই বয়ান নিয়ে বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপির সমস্ত নেতা আর বিধায়করা ঠাকুরের এই বয়ানের সমর্থন করেছিল। যদিও নিতিশ কুমারের দল জেডিইউ এই নিয়ে কোনও মন্তব্য করেনি। বিজেপির বিধায়ক বলেছিলেন, বিহারে প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর