বিধানসভায় খৈনি ডলার অভিযোগ BJP বিধায়কের বিরুদ্ধে! হুঁশিয়ারি স্পিকারের, কী ছিল মিহিরের হাতে?

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে চলছে বিধানসভার (Assembly) অধিবেশন। অন্যদিকে ভাষণ চলাকালীনই খৈনি (Khaini) খাওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে! অভিযোগ, বিধানসভার মাঝেই দেখা যায় বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami) হাতে কী যেন একটা নিয়ে আঙুল ঘষছেন। ঘটনা চোখে পরতেই মিহিরকে কড়া বার্তা দেন স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়।

অধিবেশন চলাকালীনই বিধায়ককে সতর্ক করে স্পিকার বলেন, ‘বিধানসভায় খৈনি ডলবেন না!’ তবে মিহির অবশ্য অধিবেশনেই বলেন, তার হাতে খৈনি নেই। তিনি খৈনি ডলছেন না। ঘটনা ঘিরে কিছুক্ষন হাসাহাসিও হয় বিধানসভায়। তবে ঘটনা সেখানেই থেমে যায়। অধিবেশন ঠিক মতই শেষ হয়। তবে প্রশ্ন হল যদি খৈনি নাই থাকে, তবে হাতে কী ডলছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক?

অধিবেশন শেষে কক্ষের বাইরে বেরিয়ে বিধায়ক জানান, তিনি খৈনি ডলেননি। হাতে জোয়ান নিয়ে আঙুল ঘষছিলেন। দূর থেকে স্পিকার সেই মুদ্রাকে দেখেই খৈনি ডলছেন বলে অনুমান করেন। তবে বুঝতে ভুল হওয়ায় এই ঘটনায় স্পিকারকেই দোষারোপ করেন বিজেপি বিধায়ক।

wb assembly

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মিহির বলেন, “সকলেই দেখেছেন স্পিকার কীভাবে প্রতি কথায় আমাকে আটকানোর চেষ্টা করেছেন। তবে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যা বলা প্রয়োজন আমি তা বলবই।” প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিধায়ক থেকে সাংসদ, অনেকেরই নানান কীর্তি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অধিবেশন চলাকালীনই মোবাইলে ব্লু ফিল্ম দেখার মতনও উদাহরণও তাতে জায়গা করে নিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর