‘মুখ্যমন্ত্রী কিছুই করছেন না” হিংসা ও মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে পথে নামলেন চন্দনা বাউরি

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচন মিটতে না মিটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। কোথাও রাজনৈতিক কর্মীদের হুমকি দিয়ে ঘরছাড়া করা হয়েছে, কোথাও বা মহিলাদের উপর চলেছে ধর্ষণ এবং অত্যাচার। কোথাও কোথাও আবার ঘটেছে রীতিমতো মার দাঙ্গার ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রমণের শিকার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

এমনকি জাতীয় মানবাধিকার কমিশন আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তাতেও দাবি করা হয়েছিল রাজ্যের পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এবার এই ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে, বাঁকুড়া জেলার বিজেপি মহিলা মোর্চাকে সাথে নিয়ে রাস্তায় নামলেন বিধায়িকা চন্দনা বাউরী। তার নেতৃত্বেই আজ ব্যানার এবং পোস্টার হাতে বিক্ষোভ দেখান মহিলা কর্মীরা। রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করে চন্দনা বলেন, “ভোট-পরবর্তী যে হিংসা তা এখনো চলছে, চার দিকে নারীদের উপর অত্যাচার। বিভিন্ন জায়গাতে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের যারা কার্যকর্তা তাদের খুন করা হচ্ছে। এর প্রতিবাদেই যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই বিক্ষোভ ছিল।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমালোচনা করে তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী তো কিছুই দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন না কোন কিছুই হয়নি। অথচ আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি, অনেকে এখনও পর্যন্ত বাড়ি ছাড়া। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে মেরে দেওয়ার।” এ ধরনের অরাজকতা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এমনটাও জানিয়ে দেন তিনি।

https://www.facebook.com/104761968494249/posts/129954832641629/?sfnsn=wiwspwa

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনও চলেছে উত্তেজনা। কয়েকদিন আগেই বাগনান থেকে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। যা নিয়ে যথেষ্ট সরব হয়েছিল বিজেপি। একইসঙ্গে ডায়মন্ড হারবারেও বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি যে পশ্চিমবঙ্গে এখনও যথেষ্ট উত্তপ্ত তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর