‘আন্দাজ করেছিলাম, এবার প্রমান হয়ে গেল’, অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ, তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ নিজের চাচাছোলা মন্তব্যের জন্য সর্বদাই চর্চার শিরোনামে জায়গা করে নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবারেও তার অন্যথা হল না। কুড়মি আন্দোলন থেকে অনুব্রত মণ্ডল, একাধিক ইস্যুতে মুখ খুললেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান এই সৈনিক।

ঠিক কি কি বললেন তিনি? দিন কয়েক আগেই দিলীপ ঘোষের ওপর ফুঁসে ওঠেন কুড়মিরা। এখনও তার রেশ কাটেনি। কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাড়ি তো ঘিরে নিয়েছে ওরা। আমি আগেই আন্দাজ করেছিলাম। ওদের কিছু নেতা তৃণমূলের দালালি করছে। ওদের থেকে টাকা নিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। সেদিন পুরুলিয়া থেকে লোক এনেছিল। মেদিনীপুর, ঝাড়গ্রামের লোক ছিল না। এরা বাসে এসেছিল। একেকটা বাসের ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা। এই খরচ কে দিয়েছিল? আমি যেটা বলেছিলাম, সেটা প্রমাণ হয়ে গেল।”

দিলীপ ঘোষ বলেন, “ওখানে গিয়ে অভিষেক বলছে, দিলীপ ঘোষের বাড়ি ঘিরে নাও। দিলীপ ঘোষ জঙ্গলমহলের মানুষ। এই এলাকা সে বোঝে। ওনার সঙ্গে জঙ্গলমহলের সম্পর্ক কি? কালীঘাটে বসে বসে বলে দিচ্ছে, জঙ্গলমহল হাসছে। তার জন্য ওখানকার লোকেরা কি হাসবে? সেটিং এর রাজনীতি বন্ধ করুন। কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন”।

রাজ্যের রাজ্যে প্রশাসন নিয়ে দিলীপ ঘোষ বলেন, “মাৎস্যন্যায় পরিস্থিতি। এই সরকার আর এই মুখ্যমন্ত্রী বেশিদিন সরকার বা প্রশাসন চালাতে পারবেন না। পুলিস প্রশাসন দুর্নীতির দায়ে ধরা পরেছে। তার পরিবার দুর্নীতির দায়ে জড়িয়ে যাচ্ছে। ছোট নেতা থেকে অফিসার, সবাই দুর্নীতিতে লিপ্ত। এভাবে প্রশাসন চলতে পারে না। এই সরকার সার্বিকভাবে পতনের দিকে যাচ্ছে। এই সরকারকে না সরালে বাংলার মানুষের কপালে অশেষ কষ্ট আছে”।

dilip ghosh

গতকালই অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ইডি সিবিআই প্রায় সাড়ে ৫০০ কোটির সম্পত্তি দেখিয়েছে। গোটাটাই বাজেয়াপ্ত করতে হবে। বাকি যে নেতারা এই অনৈতিক কাজে জড়িত, এদের প্রত্যেকের সম্পত্তি ক্রোক করতে হবে আর জেলে ঢোকাতে হবে। নাহলে বাংলার মানুষ এদের ক্ষমা করবে না”।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর