মোথাবাড়ি ইস্যু! ‘সনাতনী হিন্দুদের রক্ষা করতে’ বিরাট পদক্ষেপ নিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়ির ঘটনা (Mothabari Incident) নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোষণের অভিযোগ এনে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শুধু আক্রমণ শানিয়েই থেমে থাকা নয়, ‘সনাতনী হিন্দুদের রক্ষা করতে’ এবার বড় পদক্ষেপ নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

কী পদক্ষেপ নিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা মোথাবাড়ি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ শানাচ্ছে বিজেপি। গতকাল রাতেই এই নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন তিনি।

রাজ্যপাল যেন পশ্চিমবঙ্গ সরকারকে মালদহের মোথাবাড়িতে সিএপিএফ মোতায়েন করে ‘সনাতনী হিন্দুদের সুরক্ষা’র নির্দেশ দেন। চিঠি লিখে এমনটাই অনুরোধ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)।

আরও পড়ুনঃ শিক্ষিকাকে পুনরায় নিয়োগ করতে হবে! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই রাজনীতির ছোঁয়া লেগেছে। গতকাল রাতে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকে আক্রমণ শানান নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। তিনি লেখেন, ‘তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন। মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুঠ করা হয়েছে। মূল রাস্তা দখল করে জেহাদিরা যথেচ্ছাচারে কীভাবে গাড়ি ভাঙচুর করছে দেখুন। জেহাদিদের সামনে পড়ে ‘নিধিরাম সর্দারের’ ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশকে দেখুন, হাত জোড় করে যেন করুণা প্রার্থনা করছে!’

suvendu adhikari

এখানেই না থেমে শুভেন্দু আরও লেখেন, ‘সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লু প্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তোলামূল সরকার। তবে আমিও প্রতিজ্ঞা করলাম, এর শেষ দেখে ছাড়ব। আইনি পথে যেমন হাওড়া, শ্রীরামপুর, ডালখোলা, খিদিরপুর, রিষড়া, মোমিনপুরের জেহাদিদের বাগে এনেছি ঠিক একইভাবে এদেরকেও শিক্ষা দেব’।

গতকাল রাতে মোথাবাড়ির ভিডিও শেয়ার করে এমনটাই লিখেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। এবার জানা গেল, এই ঘটনায় রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। পরবর্তীতে এই ইস্যু কোনদিকে মোড় নেয় এবার সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর