দিলীপ ঘোষের ‘কাপড় খুলে দেব’ মন্তব্যের জের! BJP-র কার্যালয় ঘেরাও কুড়মিদের, তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিতর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তির্যক মন্তব্যের জেরে মেদিনীপুরের বিজেপি সাংসদকে ঘিরে প্রতিবাদের ঝড় জঙ্গলমহল জুড়ে। এখানেই শেষ নয়, সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন কুড়মি (Kurmi) সমাজের প্রতিনিধিরা।

‘কাপড় খুলে দেব’! দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয় কুড়মি সমাজ। এদিন নেতার অফিস ঘেরাও এর পাশাপাশি জঙ্গলমহলে দিলীপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানা গিয়েছে। কুড়মি আন্দোলন নিয়ে দিলীপ ঘোষের করা একটি মন্তব্য থেকে ঘটনার সূত্রপাত।

dilip ghosh

দিলীপকে ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারির পর ফের একটি মন্তব্য করে নেতা গতকাল বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’ এখানেই থেমে থাকেননি সাংসদ। এরপর শাসকদকের নেতাকে সরাসরি আক্রমণ করে বলেন, ‘‘হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে ওরা পদত্যাগ করিয়ে দেখাক। যত মাহাতো এমপি আছে, এমএলএ আছে তাদেরও পদত্যাগ করিয়ে দেখাক।”

দিলীপের সংযোজন, “আমি ওদের পাশে আছি, থাকব। আমার এলাকায় যারা দিনের পর দিন ধর্না দিয়ে বসেছিলেন, আমি তাদের সহযোগিতা করেছি। ওরা যদি চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে সব নাম বলব।”

রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপবাবু। তবে তার দাবি,” আন্দোলনের সময় তাদের চাল-ডাল দিয়েছি, অনেক সাহায্য করেছি।” নেতার এই দাবির পর ই খেপে ওঠে কুড়মিরা। তাদের কথায়, দিলীপ ঘোষ কাকে সহযোগিতা করেছেন তা যদি ২৪ ঘন্টার মধ্যে না বলতে পারেন, তাহলে তাকে ঘেরাও করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর