‘হুইল চেয়ার থেকে সোজা মুখ্যমন্ত্রীর চেয়ারে!” ভিডিও প্রকাশ করে তথ্য ফাঁস বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজনৈতিক কাহিনীতে নতুন অধ্যায় জুড়েছে গত পরশুর নন্দীগ্রামের ঘটনা। কি হয়েছিল গত পরশু? বুধবার হলদিয়ায় মনোনয়ন সেরে নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেন। আর পুজো দিয়ে বেরিয়ে আসার সময় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ঘটে যায় এক অবাঞ্ছিত ঘটনা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আঘাত পান।

বুকে, পায়ে, কোমর এবং মাথায় সামান্য আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। এরপর ওনাকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতার SSKM-এ নিয়ে যাওয়া হয়। আপাতত সুস্থ আছেন মুখ্যমন্ত্রী। আজ না হলে কাল তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন। তবে এরমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলছে যে, নন্দীগ্রামে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থাকতে একেবারে কলকাতায় নিয়ে কেন আসা হল মুখ্যমন্ত্রীকে? সেখানে ওনার প্রাথমিক চিকিৎসা তো ভালো মতই হত।

বুধবার নন্দীগ্রামে ঘটে যাওয়া দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে চার-পাঁচজন মিলে ধাক্কা দেয়। এরপর আমি আঘাত পাই। যদিও, গতকাল হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী যখন ভিডিও বার্তা দেন, তখন ওনার বার্তায় কোনও ষড়যন্ত্র তত্ত্ব ছিল না। উল্টে তিনি বলেছিলেন, ‘গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম, তখন এমন জোর চাপে আসে … তাতে পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে।”

মুখ্যমন্ত্রীর গতকালের বয়ানে তিনি বলেন নি যে, ওনাকে কেউ বা কারা ধাক্কা দিয়েছে। আর তিনি কোনও ষড়যন্ত্রের কোথাও উল্লেখ করেন নি। আরেকদিকে, মুখ্যমন্ত্রীর প্রশাসনের প্রাথমিক রিপোর্টেও ষড়যন্ত্রের কথা উল্লেখ নেই। সেখানেও দুর্ঘটনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল ভিডিও বার্তার মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের সংযত থাকার আবেদন জানিয়েছিলেন। তিনি সবাইকে শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছিলেন।

ভিডিও বার্তার শেষের দিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, তিনি দুই থেকে তিনদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন আর প্রচারে নামবেন। তবে তিনি পায়ে হেঁটে প্রচার করতে না পারার আশঙ্কাও জাহির করেছিলেন। তিনি বলেছিলেন দরকার পড়লে হুইল চেয়ারে বসেই প্রচার চালাব।

গতকাল মুখ্যমন্ত্রীর ওই বয়ানের পর আজ বিজেপির তরফ থেকে একটি বাংলা ছবির ভিডিও পোস্ট করা হয়। যেখানে ছবিতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করা এক অভিনেতা বলছেন, ‘প্রচারের মধ্যে আমার উপর অ্যাটাক করানোর ব্যবস্থা করো। সমস্ত মিডিয়া আসবে। আমি হাসপাতালের বেডে শুয়ে বাইট দেব। এরপর আমি হুইল চেয়ারে করে প্রচার করব।” বিজেপির তরফ থেকে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রতিক কোনও ঘটনার সঙ্গে সাদৃশ্য পেলে তা নিছকই কাকতালীয়।”

বিজেপির প্রকাশ করা এই ভিডিও দেখে অন্তত এটুকু বোঝা গিয়েছে যে, তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই ভিডিও পোস্ট করেছে। বিজেপির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়ও হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর