দ্রৌপদী মুর্মুকে “রাষ্ট্রপত্নী” বলে কটাক্ষ অধীরের, তুমুল বিক্ষোভ সংসদে

বাংলাহান্ট ডেস্ক : সংসদে চলছে বর্ষাকালীন অধিবেশন। কিন্তু চলতি বছরের অধিবেশন বারবার বিঘ্নিত হয়েছে বিরোধীদের হট্টগোলে। ইতিমধ্যে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে বিরোধী দলের বহিস্কৃত সাংসদের সংখ্যা ছুঁয়েছে ২৪ জন। কিন্তু তারই মধ্যে বৃহস্পতিবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত ছবি। সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। বিশেষ করে বিজেপির পক্ষ থেকে মহিলা সাংসদেরা তীব্র বাকবিতন্ডা শুরু করেন। এর ফলে সংসদের দুই কক্ষের কাজকর্মই বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

বিজেপি সাংসদেরা দাবি করেন, প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে “রাষ্ট্রপত্নী” বলে কটাক্ষ করেছেন। সাংসদদের তরফ থেকে দাবি উঠে অধীর রঞ্জন চৌধুরীর সাথে সোনিয়া গান্ধীকেও এ বিষয়ে ক্ষমা চাইতে হবে।এই প্রতিবাদে বিজেপি স্মৃতি ইরানিকে সামনে এগিয়ে দেয়।

উল্লেখ্য বেশ কয়েকদিন ধরেই স্মৃতি ইরানিকে কটাক্ষ করছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ স্মৃতি ইরানির মেয়ে গোয়ায় বেআইনিভাবে বার চালাচ্ছেন। আজ অধীর রঞ্জন চৌধুরীর “রাষ্ট্রপত্নী” মন্তব্য কে ঘিরে কংগ্রেস কে টার্গেট করে বিজেপি। অধিবেশন কক্ষের বাইরে বিজেপির মহিলা সাংসদদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতেও দেখা যায়। সেই আন্দোলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এ বিষয়ে অবশ্য বিজেপির কাছে ক্ষমা চাইতে নারাজ অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন সংসদে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে “রাষ্ট্রপত্নী” কথাটি উল্লেখ করে ফেলেছিলেন। এর ভুল তিনি স্বীকার করছেন। কিন্তু এ বিষয়ে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই উঠে না বলে তিনি মনে করেন। অধীরকে সমর্থন জানিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্য,”অধীর তার ভুল স্বীকার করেছে। এবার বিষয়টি মিটে যাওয়া উচিত”।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর