‘মুখ্যমন্ত্রীর পোষা কুকুর, তিনি বললেই ঘেউ ঘেউ নয়তো…’, কাকে নিশানা করলেন সুকান্ত?

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রামনবমীর (Ramnavami) ধর্মীয় মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া (Howrah) শিবপুরের একাংশ। ঘটনার তিন দিন পর রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অশান্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজা।  এবার এই নিয়েই রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা সিআইডিকে (CID) ঘেয়ো কুকুরের তকমা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

তিনি বলেন, ”শিবপুর কাণ্ডে সিআইডি কেমন তদন্ত করবে সেটা জানা আছে। সিআইডি আসলে মুখ্যমন্ত্রীর পোষা কুকুর। তিনি বললে ঘেউ ঘেউ করে না বললে করে না।” এরপর পূর্বের একটি মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ”২০১৮ সাল থেকেই রাজ্যের শাসক দলের বিধায়ক সত্যজিৎ বাবুর হত্যাকাণ্ডের তদন্ত করছে রাজ্য গোয়েন্দা দফতর। কিন্তু আজ অবধি সেই তদন্ত শেষ করতে পারেনি। আসলে দিদি যা বলে ওরা তাই করে। তাই শিবপুর কাণ্ডের তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য, যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে ঢুকে না যায় , তাই তড়িঘড়ি সিআইডিকে এই ঘটনার তদন্তভার দেওয়ার হয়েছে।”

এদিন রাজ্যসরকারের ওপর একের পর এক অভিযোগে সরব হন তিনি। বলেন, ”ওখানে কর্তব্যরত পুলিশদের সরিয়ে দিলেই আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে। ঘটনার দিনে যে হার্মাদরা ঢুকে হামলা চালিয়েছিল, পরের দিনেও পুলিশ নিষ্ক্রিয়ভাবে উপস্থিত থেকে সেই হার্মাদদেরকে হামলা করতে দেয়।”

ক্ষোভ উগরে দেন রাজ্য পুলিশের ওপরও। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ”মিছিলে অংশগ্রহণকারীদেরই পুলিশ শাসাচ্ছে। মানুষ কি মমতা বন্দোপাধ্যায় ও পুলিশের কথা শুনে রামনবমীর মিছিলে অংশ নেওয়া বন্ধ করবে!” তার সংযোজন, “আগামী বছর আরও দ্বিগুণ সংখ্যাতে রামনবমীর মিছিল হবে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন যে মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে। কারণ রুটের জন্য অনুমতি পত্র আয়োজকরা প্রকাশ্যে দেখিয়েছেন।”

sukanta , bjp

সুকান্তর দাবি, ”বারবার শিবপুরের পিএম বস্তি ও ফজির বাজার থেকে একই ঘটনা ঘটছে অথচ পুলিশ ব্যবস্থা নেয় নি যে সব হামলাকারী ছিল ঘটনার দিন তারা কোন সম্প্রদায়ের তা ভিডিয়োগুলোতে স্পষ্ট হয়ে যায়। এই ঘটনার পরে কোনও হিন্দু মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখতে পারবেন না।”

এসব মন্তব্যের পর আরও একধাপ এগিয়ে মমতাক মূর্খমন্ত্রী বলেও কটাক্ষ করেন সুকান্ত। তার কথায়, ”এটা পূর্ব পরিকল্পিতভাবেই করানো হয়েছে। রাজ্যের দুর্নীতির ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এবং সাগরদিঘিতে হেরে যাওয়ার পরে মুসলিম ভোটকে নিজেদের পক্ষে নিয়ে আসতেই পুলিশকে দিয়ে শিবপুরের দাঙ্গার সৃষ্টি করা হয়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর