WTC ফাইনালে গেরুয়া ঝড়! রোহিত, কোহলিদের উৎসাহ দিতে হাজির BJP সমর্থকরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ। বিশ্ব ট্রেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া যে বেশ কিছুটা এগিয়ে রয়েছে লড়াইয়ের সেটা বলাই যায়। তবে ম্যাচের এখনো চার দিন বাকি রয়েছে এবং ভারতের প্রত্যাবর্তন সুযোগ রয়েছে ম্যাচে। এরই মধ্যে ইংল্যান্ডের ওভালে ক্রিকেটের বাইরে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে চর্চা চলছে।

ম্যাচ চলাকালীন আচমকাই ওভালের গ্যালারিতে দেখা যায় বিজেপির পতাকা। বেশ কিছু সংখ্যক বিজেপি সমর্থক ভারত এবং বিজেপির পতাকা একসাথে নিয়ে বিরাট কোহলি রোহিত শর্মাদের মনোবল বাড়াতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রথম দিনের শেষে ভারত যেমন পারফরম‍্যান্স করেছে তা দেখে তাদের মুখে যা হাসি ফুটবে না সেটা বলাই বাহুল্য।

Bjp at oval

এই ম্যাচের প্রথম দিনে ভারতীয় বোলারদের মধ্যে শামি এবং সেরা ছাড়া আর কাউকে দেখে বিপজ্জনক মনে হয়নি। অনেকের মতেই রোহিত শর্মা ভুল দল নির্বাচন করেছেন। তিনি পিচ দেখে চার পেসার নিয়ে মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু শামি এবং সিরাজ বাদে আর কাউকে দেখে সেরকম আশা জাগেনি। শার্দুল ঠাকুর একটি উইকেট পেলেও তিনি রান বিলিয়েছেন ওডিআই ম্যাচের ঢঙে। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সিরাজ ও শামি।

অনেকেই মনে করছেন যে ঠাকুরের জায়গায় যদি অশ্বিন থাকতেন তাহলে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া দলের একাধিক বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে কোনও সমস্যা হয়তো তৈরি করতে পারতেন তিনি। ট্র্যাভিস হেড নিজের শতরান পূর্ণ করে ফেলেছেন এবং ধীরে ধীরে স্টিভ স্মিথও এগিয়ে চলেছেন নিজের শতরানের দিকে। তাদের আটকানো না গেলে ৫০০ রানের গন্ডিও অধরা থাকবেনা অজিদের।

দ্বিতীয় দিনে ভারতের মূল লক্ষ্য থাকবে, দ্বিতীয় নতুন বল কাজে লাগিয়ে নতুন করে ক্রিজে সেট হতে চাওয়া স্মিথ ও হেডকে বিপাকে ফেলা। এর জন্য সিরাজ এবং শামিকেই মূল দায়িত্ব নিতে হবে। যদি তারা সেই কাজে ব্যর্থ হয় তাহলে অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচশোর বেশি রান তোলাও অসম্ভব হবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর