‘একমঞ্চে বসতে চাননি’, মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর! ‘অসভ্য বানরসেনা’ বলে পাল্টা দিলেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার উদ্বোধন হয়েছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। খুশির জোয়ারে ভাসছে বঙ্গবাসী। তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানেও দানা বেঁধেছে জোর বিতর্ক। বন্দে ভারতের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) লক্ষ্য করে বিজেপি সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিন জয় শ্রীরাম ধ্বনিতে অসম্মানিত হয়ে বিতর্ক এড়াতে অনুষ্ঠানের মূল মঞ্চেও ওঠেননি মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই নিয়েও শুরু পাল্টা বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি তাঁর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী ।

শুভেন্দুর এই মন্তব্যের বিরোধীতায় ময়দানে নেমেছে শাসকদল। বিরোধী দলনেতাকে ‘অসভ্য বানরসেনা বলে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিঁনি বলেন , “কোনও ট্রেনের যাত্রা শুরু হলে দুগ্গা দুগ্গা বলা উচিত ছিল। অযথা রামনাম করবেন কেন? স্থান-কাল-পাত্রের জ্ঞান না থাকায় বিজেপি এই কাজ করেছে।”

mamata suvendu

প্রসঙ্গত, এদিনের ধ্বনি প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীকে নয়, বরং বিজেপি সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন। এটাকে নিয়ে অযথাই বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়েছে। আসলে তিঁনি বিরোধী দলনেতার সাথে এক মঞ্চ ভাগ করতে চাননি বলেই মঞ্চে ওঠেননি। এই একই দাবি করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যাও। লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নয়, স্রেফ আবেগের বশে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর