‘নো ভোট টু মমতা’, পঞ্চায়েতের আগে নয়া স্লোগান তুলে মহাজোটের ডাক শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। তার আগে মাস্টারস্ট্রোক শুভেন্দুর। তৃণমূল বিরোধী লড়াইয়ে এবার প্রকাশ্যেই ‘মহাজোটে’র ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেঁধে দিলেন স্লোগানও। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, মানুষ তার স্লোগান ঠিক করে নিয়েছে। এখন একটাই স্লোগান ‘নো ভোট টু মমতা’।

প্রসঙ্গত, ফিরে যাই দুবছর আগে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যে কিছু অংশ থেকে স্লোগান উঠেছিল ‘নো ভোট টু বিজেপি’। সেই স্লোগান ঘুরিয়ে এবার পঞ্চায়েত ভোট পূর্বে পাল্টা বিধঁতে প্রস্তুত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মহাজোট হবে। বিভিন্ন বিরোধী দল তাদের আদর্শ ও পতাকা বাঁচিয়েই তৃণমূল কংগ্রেসকে হারানোর লক্ষ্যে লড়বে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘কোন রাজনৈতিক দল কী করবে আমি জানি না। তবে নিচুতলায় মানুষ মহাজোট তৈরি করে নিয়েছে। যে যেখানে শক্তিশালী, তৃণমূলকে হারাতে মানুষ তাদেরই ভোট দেবে।’  তার কথায়, ‘‘মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তা দেখার দায়িত্ব আমাদের নিতে হবে।’’

suvendu

বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যে রাজ্যে যে শক্তিশালী, তাকেই ভোট দেবে। এই নিয়ে বিজেপি এতই আতঙ্কিত যে শয়নে, স্বপনে, জাগরণে এই কথাই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে!’’

তবে শুভেন্দু মহাজোটের বার্তা দিলেও তার কথায় সায় দেয়নি বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, ‘শুভেন্দু যে কথা বলছেন তা বিজেপি ও আরএসএসের কথা। বিজেপি ও আরএসএসের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর