কেষ্ট গড়ে ‘বড়’ পরিকল্পনা শুভেন্দুর! বিরোধী দলনেতার এই একটি চালই ঘুরিয়ে দেবে গোটা খেলা?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেই ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে প্রস্তুতি। পায়ের তলার জমি শক্ত করতে উদ্যত সকলে। এরই মধ্যে ভোট পূর্বে এবার নয়া পরিকল্পনা নিয়ে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কেষ্টহীন বীরভূমে (Birbhum) এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করতে মরিয়া বঙ্গ বিজেপি (BJP)। আজ শুভেন্দু অধিকারীর জনসমাবেশ রয়েছে জেলবন্দি অনুব্রতর জায়গা বীরভূমের মুরারইতে। প্রসঙ্গত, এই মুরাই মূলত সংখ্যালঘু এলাকা হিসেবে পরিচিত। পঞ্চায়েত ভোট পূর্বে অনুব্রতর অনুপস্থিতিতে প্রথমবার সংখ্যালঘু সমাবেশের উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, বীরভূম জেলা বিজেপির ডাকে মুরারইয়ের কেস্তারা ময়দানে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। যে সভার প্রধান বক্তা হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, শুধুমাত্র ভোটের কারণে তাদের শাসকদল ভুল বোঝায়, এই অভিযোগ আজকের নয়। সর্বদাই এমনটাই অভিযোগ করে এসেছেন বিরোধী দলনেতা। এবার সংখ্যালঘুদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য জনসভার আয়োজন করা হয়েছে বিজেপি তরফে।

suvendu

উল্লেখ্য, বর্তমানে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রতহীন বীরভূম। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি ময়দানে নেমে পড়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার রবিবার মুরারইয়ের সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী সেখানের বাসিন্দাদের ঠিক কী বার্তা দেন সেটাই দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর