চন্দ্রকোণায় শুভেন্দুর সভা বাতিল করল পুলিশ, ‘ওইদিন, ওখানেই হবে!’, চ্যালেঞ্জ বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা বাতিল করল রাজ্য পুলিশ। সোমবার চন্দ্রকোণার (Chandrakona) ঝাঁকড়া হাইস্কুল মাঠে সভা করার কথা নন্দীগ্রামের বিধায়কের। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভায় অনুমতি দিলেও বর্তমানে সভার অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। সেই নিয়েই শুরু জোর তরজা।

বিজেপি সূত্রে খবর, সভার অনুমতি চেয়ে প্রথমে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা অনুমতি দেয়। এরপর অনুমতি চেয়ে চন্দ্রকোণা থানায় আবেদন জানায় বিজেপি। যদিও থানা থেকে সভার অনুমতির বিষয়ে তখন কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই সভার প্রস্তুতি শুরু করেন তারা। এই পর্যন্ত সব ঠিক ছিল।

কিন্তু কিছুদিন আগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে সভার অনুমতি প্রত্যাহার করে নেয়। বিজেপির অভিযোগ এ বিষয়ে লিখিতভাবে তাদের কিছু জানানো পর্যন্ত হয়নি। এই নিয়েই শুরু বিতর্ক। প্রসঙ্গত, আজ দুপুর ৩টেয় বিরোধী দলনেতার সভা হওয়ার কথা রয়েছে।

suvendu 5

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশ মতে, কোনো সভা শুরুর ৪৮ ঘণ্টা আগে যেকোনো রাজনৈতিক দলকে তা করার জন্য অনুমতি চাইতে হবে। ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সভার অনুমতি দিতে হবে কিংবা বাতিল করতে হবে। বিজেপির দাবি স্কুল কর্তৃপক্ষ তরফে লিখিতভাবে তাদের কিছু জানানো হয়নি, পাশাপাশি এখনও পর্যন্ত পুলিশের তরফেও সভা বাতিলের কথা জানানো হয়নি।

এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুশারি বলেন, ঝাঁকড়া হাইস্কুলের প্রধানশিক্ষক অনুমতি দিয়েছিলেন বলেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাই এই মুহূর্তে সভা বাতিলের কোনও প্রশ্নই নেই। সোমবার নির্ধারিত সময়সূচি অনুযায়ীই সভা করা হবে বলে মন্তব্য বিজেপি নেতৃত্বের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর