‘আমার কিছু হয়ে গেলে দায় কেন্দ্র সরকারের’, নিরাপত্তা তুলে নেওয়ার পরই তোপ অর্জুন সিং-এর

বাংলাহান্ট ডেস্ক : কিছু দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তারপরই বুধবার থেকে তাঁর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি।

বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেন অর্জুন সিং। তার পর থেকেই জেড স্তরের নিরাপত্তা পেতেন অর্জুন সিং। তৃণমূলে যোগ দেওয়ার পর সেই নিরাপত্তা এবার তুলে নিল কেন্দ্র। এই বিষয়ে এবার হাইকোর্টেরও দ্বারস্থ হচ্ছেন তিনি। এরই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অর্জুন সিং।

বিজেপি সাংসদ থাকার সময় তাঁর বাড়ির সামনে বেশ কয়েক বার বোমাবাজি হয়। এমনকি তাঁর বুলেটপ্রুফ গাড়িটিও ভাঙচুর করা হয়। একাধিকবার ছোটখাটো গোলমালেও জড়িয়ে ছিলেন বিজেপি সাংসদ। এরপরই কেন্দ্র থেকে তাঁর সুরক্ষার জন্য জেড স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ায় বেজায় ক্ষুব্ধ অর্জুন সিং। তিনি বলেন, বিজেপি ছেড়েছি তার প্রতিশোধ নিতেই জেড স্তরের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র। তবে এর জন্য আমার চলাফেরার কোনও পরিবর্তন হবে না। মানুষের কাজ করার জন্য যদি মরতেও হয় তো মরব, তাতে আমার কোনও দুঃখ নেই। পঞ্জাবে একজনকে খুন করা হল। ওর সিকিউরিটি তুলে নিল আর তার পরদিনই ওকে মেরে দেওয়া হল। রাজ্য সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছে কিনা তা এখনও জানি না আমি। তবে কলকাতা হাইকোর্টে আবেদন করব কীভাবে একজন সাংসদের জেড স্তরের নিরাপত্তা তুলে নেওয়া হয়? এখন এরপর যদি আমার কোনও খারাপ কিছু ঘটে তাহলে তার জন্য সম্পুর্ণ দায়ি থাকবে কেন্দ্র সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর