তৃণমূল ফেল! বাংলার এই আসনে ফের ফুটবে পদ্ম, তৃতীয় দফার ভোট হতেই ‘ফলাফল’ ঘোষণা মালব্যর

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাজ্যে সম্পন্ন হয়েছে তৃতীয় দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের মোট ৫টি আসনে ভোট হয়েছে গতকাল। তৃণমূল, বিজেপি নাকি অন্য কোনও দল? কোন আসনে কে বাজিমাত করল তা জানতে আগামী ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে সকলকে। তবে তার আগেই বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিরাট দাবি করলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি নেতা। অমিত লেখেন, ‘পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনের পর সুখবর এসেছে। ফের একবার মালদা উত্তর আসন দখল করতে চলেছে বিজেপি। মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে ৮০০০ ভোটে পরাজিত হয়েছিল বিজেপি। তৃণমূল তৃতীয় স্থান পেতে পারে’।

নিজের পোস্টের শেষে অমিত লেখেন, ‘এখনও অবধি বিজেপি ৮/১০’। গতকালই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। আর আজ সকালেই বিজেপি নেতার এই পোস্ট। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে।

আরও পড়ুনঃ ‘উঠতে দিতে চাইতো না স্বামী…’! তৃণমূল প্রার্থী জুন মালিয়ার এই ‘কালো অধ্যায়’ জানেন না অনেকেই!

উল্লেখ্য, মালদা উত্তর কেন্দ্রে এবার হেভিওয়েট প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল। অন্যদিকে বিজেপি আস্থা রেখে বিদায়ী সাংসদ খগেন মুর্মুর ওপর। দুই হেভিওয়েটের এই লড়াইয়ে শেষ অবধি কে বাজিমাত করে তা দেখার অপেক্ষায় ছিল রাজ্যবাসী। তবে আজ অমিত দাবি করলেন, মালদা উত্তরে ফের পদ্ম ফুটতে চলেছে।

BJP IT cell head Amit Malviya

অন্যদিকে মালদা দক্ষিণের কথা বলা হলে, এই আসনে শাহনওয়াজ আলি রায়হানকে দাঁড় করিয়েছিল জোড়াফুল শিবি। অন্যদিকে বিজেপির বাজি ছিল শ্রীরূপা মিত্র চৌধুরী। গতবার খুব অল্পের জন্য কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। মাত্র ৮০০০ ভোটের জন্য পরাজিত হতে হয় তাঁকে। সংসদে যেতে পারেননি। অমিতের দাবি, এবার মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই হয়েছে। দেখা যাক, দুঁদে রাজনীতিকদের এই লড়াইয়ে শেষ অবধি বাজিমাত করে কে!

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর