প্রথম দফার ভোটে কত আসন পেতে পারে বিজেপি, ঘোষণা করলেন “চাণক্য” অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফার ভোট গ্রহণ শেষেই এবার নজর দ্বিতীয় দফার দিকে। প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে। এই দ্বিতীয় দফায় ভোট রয়েছে এবারের নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রাথী হয়েছেন খোদ তৃণমল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

আর তৃণমূল কংগ্রেস (TMC)  ছেড়ে দলবদলে বিজেপির হয়ে লড়াই করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এই নন্দীগ্রামের ভোটের আগে শেষবেলাতে প্রচারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । ৩০ মার্চ ফের নন্দীগ্রামে (Nandigram) অমিত শাহ প্রচারের জন্য আসতে পারেন বলে জানা যাচ্ছে।

এরইমধ্যে আজ অর্থাৎ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রথম দফা নির্বাচনে বাংলার ভোটগ্রহণ ও রাজনীতি নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলায় তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে। রাজ্যে চলছে দুর্নীতির রাজনীতি। শাসক দল পাল্টেছে, বাংলার ভাগ্য একই রয়েছে।বাংলার উন্নতি সম্ভব, এই স্বপ্ন বিজেপি দেখিয়েছে। তারপরই প্রথম দফা ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শাহ বলেন, ‘বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে সফল নির্বাচন কমিশন। এজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব। বোমা-গুলি মৃত্যু ছাড়া হয়েছে প্রথম দফার নির্বাচন।’

In Pictures | BJP Bigwigs Descend on Poll-Bound West Bengal, Mithun Chakraborty Holds First Roadshow - Photogallery

তবে এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে ফের বাংলার মসনদে বসা নিয়ে সরব হলেন তিনি। আমিত শাহ এদিন দাবি করলেন, ‘প্রথম দফা নির্বাচনে ৩০টির মধ্যে আমরা ২৬টি জিতব। এমনকি বড় ব্যবধানে এই সব কেন্দ্রে জিতব বলেও যানান তিনি। পশ্চিমবঙ্গের ভোট হয়েছে শান্তিপূর্ণ। বেশি ভোট পড়া বিজেপির পক্ষে শুভ সঙ্কেত।’

উল্লেখ্য, এর আগেই গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন ৩০ টির মধ্যে ৩০টিতেই জিতবে বিজেপি। তিনি বলেছিলেন, ৩০-০ আসনে খেলা হবে।

সম্পর্কিত খবর