রাজ্যসভায় বিজেপি ঝড়! মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে কড়া টক্কর দিয়ে তিন আসনে জয় বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে রাজ্যসভার ভোটের ফলাফল ঘোষণা হওয়া শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে। বর্তমানে কয়েকটি রাজ্যে গন্ডগোলের ছবি উঠে এসেছে। যেমন হরিয়ানা ও মহারাষ্ট্রর মতো জায়গায় গন্ডগোলের জেরে প্রায় আট ঘণ্টার কাছাকাছি বন্ধ থাকে গণনা। এর মাঝেই আবার হরিয়ানা ও রাজস্থান এর মত রাজ্যগুলিতে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল লড়াই চলছে। অপরদিকে মহারাষ্ট্রে ক্রমশ পিছিয়ে পড়ছে উদ্ধব সরকার।

উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্যসভার ভোটে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে শাসক দল এবং বিজেপির মধ্যে। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট যেখানে তিনটি আসন পেতে সক্ষম হয়, সেখানে বিরোধী দল বিজেপির ঝুলিতে রয়েছে বর্তমানে তিন রাজ্যসভার ভোট। প্রথমে অবশ্য ভোট গণনা বাতিলের দাবিতে সোচ্চার হয় দুই পক্ষই। পরে অবশ্য সেই বিরোধ কাটিয়ে গণনা শুরু হয়, যার পর তিনটি করে আসন নিজেদের দখলে করে নেয় শাসক এবং বিরোধী পক্ষ।

বিজেপির পক্ষ থেকে জয়ী প্রার্থীরা হলেন ধনঞ্জয় মহাদিক, অনিল এবং পীযূষ গোয়েল। অপরদিকে শাসকদলের জেতা প্রার্থীরা হলেন ইমরান প্রতাপগড়ি, সঞ্জয় রাউত ও প্রফুল প্যাটেল।

অপরদিকে কর্নাটকে বিজেপির ভালো ফলাফল হওয়া নিয়ে আশঙ্কা ছিল। বলে রাখা ভালো, রাজ্যসভার ভোটে জেতার জন্য ৪১ টি আসনের দরকার পড়ে। এক্ষেত্রে কর্ণাটকের ফলাফল অনুযায়ী, বর্তমানে বিজেপি পেয়েছে তিনটি ভোট এবং কংগ্রেসের ঝুলিতে একটি। বিজেপির জয়ী প্রার্থীরা হলেন জগেশ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং লেহার সিং। শেষের জনের জয় বেশ হতবাকই করেছে সকলকে। অপরদিকে প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ একটিমাত্র আসন পেয়ে কংগ্রেস দলের মুখরক্ষা করেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর