কীর্তন শিল্পীদের জন্য বড় ঘোষণা বিজেপির, কীর্তনীয়াদের হৃদয় ছুঁতে হরিবোল ধ্বনি দিলেন কৈলাস বিজয়বর্গীয়

বাংলাহান্ট ডেস্কঃ একুশে বাংলাকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি (Bharatiya Janata Party) বাহিনী। সেইমত প্রচার চলছে জোরকদমে। কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া সফরে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বসে খাবার খাচ্ছেন, আবারও কখনও লোকশিল্পীদের হৃদয় ছুঁতে “হরিবোল” ধ্বনি দিচ্ছেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (kailash vijayvargiya)।

পেনশন পাবেন কীর্তন শিল্পীরা
বারুইপুরের সভায় দাঁড়িয়ে কৃষ্ণনাম নিয়ে কৃষ্ণ প্রেমী কীর্তন শিল্পীদের উদ্দেশ্যে দিলেন বড় বার্তা, তাদের হৃদয় ছুঁয়ে গেলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বললেন, ‘এবার এমন সরকারকে ক্ষমতায় আনতে হবে, যে কীর্তনে বাঁধা দেবে না, বিসর্জনে বাঁধা দেবে না, সর্বোপরি ধর্মের গঙ্গা বইয়ে দেবে। আপনাদের মধ্যে এমন অনেক কীর্তন শিল্পী আছেন, যারা ৬০ বছরের পর আর ঠিকভাবে গান করতে পারেন না। যার ফলে তাদের আয়ের পথ প্রায় বন্ধের মুখোমুখি হয়ে পড়ে। চিন্তা করবেন না প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ বছররের বেশি বয়স্ক কীর্তন শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছেন। এখন কয়েকজন পেলেও, পরবর্তীতে বিজেপি সরকার ক্ষমতায় এলে সকলকেই দেওয়া হবে’।

kailash vijay

দেওয়া হবে PM কিষাণ প্রকল্পের জমে থাকা অর্থও
এরপর তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনের পূর্বে সকল শিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে, বাংলায় যাতে ভালো সরকার ক্ষমতায় আসে। PM কিষাণ প্রকল্পের আয়ত্তার মানুষদের জন্য মোদী সরকারের তরফ থেকে ৬ হাজার টাকা করে বরাদ্দ আছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনাদের নাম পাঠান না বলে, আপনাদের দেওয়া হয় না। যে ৯০ হাজার কোটি টাকা আপনাদের নামে জমা রয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে, তা সকলকে দেওয়া হবে’।

প্রসঙ্গত, এদিনের সভায় দাঁড়িয়ে সব কথা বলার পাশাপাশি রাম মন্দিরের বিষয়ও উত্থাপন করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘মোদী সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পেরেছেন। এবার খুব শীঘ্রই সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে রাম মন্দির’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর