ভোট শুরুতেই ভয়াবহ IED বিস্ফোরণে কাঁপল ছত্তিশগড়! আহত CRPF জওয়ান, ভয়ে কাঁটা সকলে

বাংলা হান্ট ডেস্কঃ ভোটগ্রহণ পর্ব শুরু হতে না হতেই ভয়াবহ বিস্ফোরণ (Blast At Chhattisgarh) ছত্তিসগড়ে। জানা যাচ্ছে, ছত্তিসগড়ের সুকমা জেলার টোন্ডামার্কা এলাকায় এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। যার নেপথ্যে রয়েছে মাওবাদী সংগঠন। সূত্রের খবর, এদিনের ঘটনায় এখনও পর্যন্ত সিআরপিএফের (CRPF Injured) কোবরা ব্যাটালিয়নের এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।

আর কী জানা যাচ্ছে? সূত্র মারফত জানা যাচ্ছে আহত CRPF জওয়ান নির্বাচনী দায়িত্বে মোতায়েন ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

আরও পড়ুন: নভেম্বরে অতিরিক্ত ৪ দিন ছুটি ঘোষণা! কোন কোন দিন বন্ধ থাকবে অফিস-কাছারি? দেখুন তালিকা

বর্তমানে গোটা এলাকা বাহিনী ঘিরে রেখেছে। জানা যাচ্ছে এদিন হঠাত করেই এই বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের ঘটনার সঙ্গে মাওবাদীরাই জড়িত বলে মনে করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: TET-র ৬ নম্বর মামলায় নয়া মোড়! হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট

Sukma IED Blast,Chhattisgarh Election 2023 News,Chhattisgarh,Assembly Election,Attack,Bomb Blast,সুকমা জেলা,বিস্ফোরণ,ছত্তিশগড় বিধানসভা নির্বাচন,হামলা,মাও হামলা,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,NewsNation

উল্লেখ্য, সোমবারও এই একই ভাবে IED বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ছত্তিশগড়ে আজ ২০টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে প্রথম দফায় ভোট। ৯০টি বিধানসভা আসন বিশিষ্ট ছত্তিশগড়ে বাকি ৭০ টি আসনের জন্য ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট হবে। ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে। লোকসভা ভোটের আগে এই নির্বাচনের ফলাফলের দিকেই নজর থাকবে সকলের।