আসছে নীল আধার কার্ড! পুরনোটার তাহলে কী হবে ? কারা-কী সুবিধা পাবেন, জানুন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেক ভারতবাসীর কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই আধার কার্ড একজন ভারতের নাগরিকের সচিত্র পরিচয় পত্রের প্রামাণ্য বহন করে। যদিও আধার কার্ড নাগরিকত্বের পরিচয় দেয় না। তবে সমাজের সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার আধার কার্ড তৈরির উদ্যোগ নিয়েছিল।

বর্তমানে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে ও অন্যান্য বিভিন্ন কাজে আধার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচিত্র পরিচয় পত্র তো বটেই, ঠিকানার পরিচয় পত্র হিসাবেও আধার ব্যবহার হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের বয়সের নাগরিকদের জন্য রয়েছে ভিন্ন আধার কার্ড। যেমন নীল রঙের আধার কার্ড রয়েছে পাঁচ বছরের কম বয়স্ক শিশুদের জন্য।

আরোও পড়ুন : মোদীর হস্তক্ষেপেই হল কাজ! কাতার থেকে মুক্তি পেলেন মৃত্যুদণ্ড পাওয়া ৮ নৌসেনার জওয়ান

এই নীল আধার তৈরির জন্য প্রয়োজন হয় না বায়োমেট্রিকের। নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের শিশুর জন্য নীল আধার তৈরি করতে পারেন। আপনার নিকটবর্তী আধার কেন্দ্র কোথায় রয়েছে তা জানার জন্য ভিজিট করতে হবে ইউআইডিএআই-এর ওয়েবসাইটে। বেশকিছু নথির প্রয়োজন হবে নীল আধার তৈরির জন্য।

আরোও পড়ুন : তার ইন্টারভিউয়ের অনুষ্ঠান ছেড়েই রাগে বেরিয়ে যান মমতা! রাজ্যসভার ভোটে TMC-র চমক ‘সেই’ সাগরিকা

শিশুর জন্ম তারিখ, অভিভাবকদের পরিচয় পত্রের প্রমাণ, ঠিকানা এবং  সন্তানের সাম্প্রতিক ছবি প্রয়োজন হবে নীল আধার কার্ড তৈরির জন্য। নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে এই আধার তৈরির জন্য। তারপর সমস্ত নথি খতিয়ে দেখে শিশুটির জন্য জারি করা হবে নীল আধার কার্ড। সাধারণ আধার কার্ডের মতো ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে ব্লু আধার কার্ডেও।

blue aadhar

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ২০১৮ সালে শিশুদের জন্য আধার কার্ড চালু করে। পাঁচ বছরের কম শিশুদের জন্য এই আধার কার্ডের রং নীল। তাই এটিকে নীল আধার বা ব্লু আধার বলা হয়ে থাকে। এই আধার কার্ড সরকারের তরফ থেকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শিশুদের জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর