সুশান্ত মামলায় বলি তারকাদের মানহানি, রিপাবলিক টিভি সহ একাধিক মিডিয়ার বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা খানদের

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর মিথ‍্যে অভিযোগ তুলে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে শাহরুখ খান (shahrukh khan), সলমন খান (salman khan), আমির খান (aamir khan) সহ বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির তারকাদের। এই অভিযোগ নিয়েই এবার কয়েকটি সংবাদ মাধ‍্যম ও সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নিল বলিউডের ৩৮ টি প্রযোজনা সংস্থা (production house)।

এই ৩৮ টি সংস্থার মধ‍্যে রয়েছে বলিউডের তিন খান সহ অনিল কাপুর, সোহেল খান, করন জোহরের ধর্মা প্রোডাকশনের মতো প্রযোজনা সংস্থাও। রিপোর্টে প্রকাশ দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে এই প্রযোজনা সংস্থা গুলি। রিপাবলিক টিভি, টাইমস নাও এর মতো প্রখ‍্যাত সংবাদ সংস্থা তো বটেই, অর্ণব গোস্বামী, নভিকা কুমার, প্রদীপ ভান্ডারি ও রাহুল শিবশঙ্কর নামে চার সাংবাদিকের নামও এই পিটিশনে রয়েছে বলে জানা গিয়েছে।

Shahrukh Khan sad
প্রযোজনা সংস্থা গুলির অভিযোগ, সুশান্তের মৃত‍্যুর পর গোটা বলিউডকে নানা রকম ভাবে হেনস্থা ও অপমান করেছে এই সংবাদ সংস্থা গুলি। বলিউড তারকাদের বিরুদ্ধে ভুয়ো খবর রটানো, তাদের মাদকাসক্ত তকমা দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে দুবাইয়ের টাকায় বলিউড তারকাদের এই দুর্গন্ধ দূর হবে না। বলিউড তারকাদের এই সম্মান হানির কারনেই সংবাদ সংস্থা তথা সাংবাদিকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রযোজনা সংস্থা গুলি।

দেখে নিন এই ৩৮ টি প্রযোজনা সংস্থার তালিকা-
দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া (পিজিআই)২
দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন
স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউন্সিল
অ্যাড-ল্যাবস ফিল্মস
আমির খান প্রোডাকশন
অজয় দেবগণ ফিল্মস
আরবাজ খান প্রোডাকশন
আন্দোলন ফিল্মস
ধর্মা প্রোডাকশনস
অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক
রেড চিলিজ এন্টারটেনমেন্ট
নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
সলমন খান ফিল্মস
যশরাজ ফিল্মস
আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
সোহেল খান প্রোডাকশনস
বিএসকে নেটওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট
কবীর খান ফিল্মস
কেপ অফ গুড ফিল্মস
এক্সেল এন্টারটেনমেন্ট
ক্লিন স্লেট ফিল্মস
রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স
এমে এন্টারটেনমেন্ট অ্যান্ড মোশন পিকচার্স
আর এস এন্টারটেনমেন্ট
ফিল্ম ক্রাফট প্রোডাকশনস
রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট
হোপ প্রোডাকশন
রোহিত শেট্টি পিকচার্স
রয় কাপুর ফিল্মস
ম্যাকগাফিন পিকচার্স
লাভ ফিল্মস
বিশাল ভরদ্বাজ পিকচার্স
ওয়ান ইন্ডিয়া স্টোরিজ
বিনোদ চোপড়া ফিল্মস
শিখা এন্টারটেনমেন্ট
রিয়াল লাইফ প্রোডাকশনস
টাইগার বেবি ডিজিটাল

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর