শিন্ডে শিবিরে গোবিন্দা, লোকসভা নির্বাচনে ‘হিরো নম্বর ওয়ান’! লড়বেন কোন কেন্দ্র থেকে?

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট। যা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে নানা ধরণের কারসাজি। এসবের মাঝেই সামনে এল বড় খবর। সূত্রের খবর, শিবসেনা শিন্ডের দলে যোগ দিয়েছেন বলিউড তারকা গোবিন্দা (Govinda)। রাজনৈতিক মহলের গুঞ্জন, মুম্বাই উত্তর-পশ্চিম লোকসভা আসন থেকে লোকসভা নির্বাচন লড়তে পারেন তিনি।

এইদিন ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা গোবিন্দা এবং মুখ্যমন্ত্রী শিন্ডে। উল্লেখ্য, এর আগে শিন্ডে গোষ্ঠীর নেতা কৃষ্ণা হেগড়ে গোবিন্দার বাসভবনে দেখা করতে গিয়েছিলেন। তখন থেকেই জল্পনা ছিল, শীঘ্রই শিবসেনা শিবিরে নাম লেখাতে পারেন বলিউড তারকা গোবিন্দা। আর এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলি তারকা গোবিন্দা। খবর বলছে, মুম্বাই উত্তর পশ্চিমের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। অন্যদিকে এই আসন থেকে অমল কীর্তিকরকে প্রার্থী করেছে শিবসেনা ইউটিবি। শিবসেনা শিন্ডে যদি সত্যিই গোবিন্দাকে টিকিট দেয় তাহলে মুম্বাই ইস্ট ওয়েস্টে অমল কীর্তিকারকে কড়া টক্কর দেবেন তিনি।

govinda shivsena

এইদিন গোবিন্দাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘শিব জয়ন্তীর পবিত্র দিনে দলে গোবিন্দকে স্বাগত জানানো হয়। আমি তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’ অন্যদিকে এই প্রসঙ্গে অভিনেতা ও প্রাক্তন সাংসদ গোবিন্দা বলেন, ‘শিন্ডে সাহেবকে অনেক ধন্যবাদ। আজ এই পার্টিতে যোগদান মানে ঈশ্বরের আশীর্বাদ। আমি ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রাজনীতিতে ছিলাম। যখন আমি রাজনীতি ছেড়েছিলাম, তখন মনে হয়েছিল আমি আর কখনও দলে যোগ দেব না।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর