বাংলাহান্ট ডেস্ক: মুক্তির পর দু সপ্তাহ হতে চলল, এখনো চর্চার কেন্দ্রে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। সুদীপ্ত সেন পরিচালিত ছবিটিকে ঘিরে বিতর্ক কমার কোনো নামগন্ধই নেই। বক্স অফিসে হইচই ফেলে দিলেও ছবিটিকে নিয়ে কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দর্শক সহ শিল্প জগতের মানুষরাও। এমনকি বাংলায় শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে দ্য কেরালা স্টোরি প্রদর্শনী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েও দেখা দিয়েছে দোলাচলতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে নিজস্ব মতামত দিলেন বনি সেনগুপ্ত।
বনি নিজেও মাস কয়েক আগে ছিলেন সংবাদ শিরোনামে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে বহুমূল্য গাড়ি উপহার নিয়ে ফেঁসেছিলেন অভিনেতা। তারপরে অবশ্য সেই বাবদ সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দায়মুক্ত হন বনি। এবার তিনিই মুখ খুললেন আরেক বিতর্ক নিয়ে।
বুধবার কামারহাটি রথতলার এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বনি। পুজো শেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করার সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা উঠতে বনি স্পষ্টই বুঝিয়ে দেন, এক্ষেত্রে তিনি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একমত হতে পারছেন না।
তাঁর কথায়, কোনো ছবিকেই কখনো নিষিদ্ধ করা উচিত নয়। বিশেষত সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাওয়ার পরে তো আরোই উচিত নয়, বক্তব্য বনির। তবে পরক্ষণে তিনি এও বলেন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপরে কিছু বলাটা উচিত হবে না। তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন মানে সেটা ভেবেচিন্তেই নিয়েছেন। বনি জানান, তিনি এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি দ্য কেরালা স্টোরি। তবে তাঁর দেখার ইচ্ছা রয়েছে।
বনির আগে পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর মুখেও শোনা গিয়েছিল বেসুর। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেছিরেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি। সেভাবে দলকে পরিচালনা করা হয়। মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা দল সবথেকে ভালভাবে জানে। আর এক্ষেত্রে বিনোদন ইন্ডাস্ট্রিকেই সবথেকে বেশি টার্গেট করা হয় বলে মন্তব্য করেন রাজ। তাদেরই বিভিন্ন বিষয়ে ব্যবহার করা হয়।