“ওর কেরিয়ার এবং জীবন দুটিই খুব চমকপ্রদ, ও দ্বিতীয় হতে আসেনি” রবি শাস্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে দিয়েছেন ধোনি, শুধু একটা ফরমেটে নয়, ক্রিকেটের তিনটি ফরমেটেই তিনি সেরা হয়েছেন। ভারতীয় ক্রিকেটের সংজ্ঞাটা যেন বদলে দিয়েছেন তিনি, এই ভাবেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গুণাবলীর বিচার করলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী।

দীর্ঘ জল্পনার পর স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা 7 টা বেজে 29 মিনিট নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির প্রশংসা করে রবি শাস্ত্রী বলেছেন ধোনি এমন একটা মানুষ যিনি কখনোই দ্বিতীয় হতে আসেনি। সবথেকে অবাক করা ব্যাপার হল ক্রিকেটের তিনটি ফরম্যাটে তিনি নিজেকে সেরার জায়গায় নিয়ে গিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, একাধিক বার আইপিএল ট্রফি জিতেছেন। 50 ওভারের বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এছাড়া টেস্ট ক্রিকেটেও ভারতকে এক নম্বরে পৌঁছে দিয়েছিলেন তিনি।

1611366778d0f0fd75ea1399d24b6d28205e17f96ccad098934bf82630bcdff59bc31513f

এছাড়াও শাস্ত্রী বলেছেন, “ধোনির ক্রিকেট কেরিয়ার ওর জীবনের মতোই চমকপ্রদ। টিকিট চেকার থেকে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক! এই ভাবেই ধোনির অবসর জীবনে আরও অনেক চমক থাকবে বলে আমার বিশ্বাস। আমি আগেও বলেছি এখনও বলছি, ও দ্বিতীয় হতে আসেনি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর