হুগলিতে অ্যাম্বুল্যান্স না মেলায়, অসুস্থ মাকে বাইকে বসিয়ে কোমরে বেঁধে হাসপাতালে ছুটল ছেলে

বাংলাহান্ট ডেস্কঃ প্রয়োজনের সময় বার বার ফোন করেও, পাওয়া যায়নি অ্যাম্বুল্যান্স (ambulance)। অগত্যা মাকে গামছা দিয়ে নিজের সঙ্গে বেঁধে বাইকে চাপিয়ে হাসপাতালের উদ্দেশে বেরিয়ে পড়লেন ছেলে। নিয়ে গেলেন হাসপাতালে। জানা গিয়েছে, ওই পরিবারের সকলেই করোনা আক্রান্ত।

করোনা আবহে লকডাউন জারী করার পরবর্তীতে কিছুটা হলেও সংক্রমণের মাত্রা কমেছে। এই পরিস্থিতিতে আক্রান্ত হওয়ার পর সংক্রমণের মাত্রা খুবই কম থাকায়, বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন অনেকেই। এই সময় হোম আইসোলেশনে থাকার পর অনেক সুস্থ হয়েও উঠছেন, আবার অনেককে হাসপাতালেও নিতে হচ্ছে।

kfbbjbsdkj

এইভাবে করোনা আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনেই ছিলেন হুগলির (Hooghly) পাণ্ডুয়া থানার বৈচি গ্রামের বাসিন্দা ধীরাজ পাল এবং তাঁর পরিবারের বাকি ৩ জন। তিনি, তাঁর স্ত্রী এবং বাবা মা সকলেই করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনেই ছিলেন। কিন্তু শুক্রবার তাঁর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর।

ধীরাজ পাল অভিযোগ করেছেন, এই অবস্থায় সাহায্যের জন্য অনেকবার অ্যাম্বুল্যান্সে ফোন করেও কোন লাভ হয়নি। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে নিজেই মাকে নিয়ে বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। মাকে বাইকে বসিয়ে নিজের সঙ্গে সুন্দর করে গামছা দিয়ে বেঁধেই হাসপাতালের দিকে যাত্রা শুরু করলেন ছেলে ধীরাজ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর