সুখবর! সাহিত‍্য অ্যাকাডেমি পুরস্কারের জন‍্য মনোনয়ন পেলেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষের মুখে সুখবর। চলতি বছরের সাহিত‍্য অ্যাকাডেমি পুরস্কার পেতে চলেছেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু (bratya basu)। সফল রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি অভিনয় জগতেও তিনি একই রকম সমাদৃত। বিশিষ্ট নাট‍্যকার ব্রাত‍্য বসু। তাঁর ‘মীরজাফর ও অন‍্যান‍্য নাটক’ বইটির জন‍্য এই বিশেষ সম্মান পাচ্ছেন  তিনি।

ব্রাত‍্য বসুকে সাহিত‍্য অ্যাকাডেমি পুরস্কারের জন‍্য মনোনীত করেছেন কবি রণজিৎ দাশ, প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য এবং কথা সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়ের মতো জুরি বোর্ডের সদস‍্যরা। ‘একদিন আলাদিন’, ‘আমি অনুকূলদা আর ওরা’ এবং ‘মীরজাফর’ নামে তিনটি নাটক নিয়ে এই বই। বাংলা সহ মোট ২০ টি ভারতীয় ভাষায় দেওয়া হবে সাহিত‍্য অ্যাকাডেমি পুরস্কার।

IMG 20211230 175349
উল্লেখ‍্য, নতুন বছরেই নতুন ছবি নিয়ে ফিরছেন ব্রাত‍্য বসু। ছবির গল্পেও রয়েছে চমক। কবি জীবনানন্দ দাশের (jibanananda das) জীবনী ফুটে উঠবে ছবিতে। নাম ‘ঝরা পালক’। কবিকে পর্দায় ফুটিয়ে তুলবেন ব্রাত‍্য। তবে তিনি থাকছেন কবির বেশি বয়সের চরিত্রে। কম বয়সের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়কে।

এ ছবির ভাবনা অবশ‍্য নতুন নয়। সেই ২০১৭ সালের শেষের দিকে শুরু হয়েছিল ছবির শুটিং। নাম ‘ঝরা পালক’। এতদিনে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। কিন্তু নানান বাধা বিপত্তিতে আটকে থেকেছে মুক্তি। তারপরেই আসে করোনার বাধা। এতবার বাধা পেতে পেতে অবশেষে আগামী বছরেই ছবিটিকে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ‍্যায়।

২০২২ এর ফেব্রুয়ারিতে মুক্তির আলো দেখতে পারে ‘ঝরা পালক’। ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ‍্যর ভূমিকায় দেখা যাবে ওপার বাংলা তথা এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। রাহুল এবং ব্রাত‍্য, দুই বয়সের কবির সঙ্গেই অভিনয় করবেন তিনি। এছাড়াও ছবিতে রয়েছেন বিপ্লব বন্দ‍্যোপাধ‍্যায়, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সুপ্রিয় দত্তের মতো অভিনেতারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর