কবে বেরবে মাধ্যমিকের রেজাল্ট? শিক্ষামন্ত্রীর কথায় মিলল স্পষ্ট ইঙ্গিত

বাংলাহান্ট ডেস্ক : কবে প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল? রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এই বিষয়ে এবার বড় ইঙ্গিত দিলেন। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) খাতা দেখা ও রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষের পথে।

শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পেলেই প্রকাশিত হবে পরীক্ষার ফল। আজ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ দিনের মধ্যেই। ব্রাত্য বসু রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার যোগ দেন জোড়াসাঁকোর একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নে শিক্ষা মন্ত্রী জানান, সম্পন্ন হয়েছে যাবতীয় প্রক্রিয়া।

আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে। মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ২৩ শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ঠা মার্চ। ১১৫৩ জন প্রধান পরীক্ষক ও ৪১ হাজার পরীক্ষককে দায়িত্ব দেওয়া হয় মাধ্যমিকের পরীক্ষা পত্রের মূল্যায়নের জন্য।

অন্যান্য বারের তুলনায় এই বছর অপেক্ষাকৃত কম পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এর আগে পর্ষদ জানিয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে মে মাসের তৃতীয় সপ্তাহে। এবার শিক্ষামন্ত্রীর কথায় কার্যত শীলমোহর পড়ল সেই ব্যাপারটিতে।

student madhyamik

সাধারণত পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন। খাতা দেখা থেকে শুরু করে যাচাইকরণ, তারপর রেজাল্ট তৈরি। এরপর অনলাইনে সেই রেজাল্ট আপডেট করাও একটি সময় সাপেক্ষ বড় কাজ। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যাবতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর