নিজের জীবন বাজি রেখে বিষাক্ত সাপ ভর্তি জলাশয়ে নেমে আগুন নেভালেন দমকল কর্মী

নিজের জীবন বাজি রাখতে মানুষ কিনা করে।কিন্তু এই নিজের জীবনকে বিপদে ফেলে বারেবারে বিপদে ঝাপিয়ে পড়া কিন্তু সবাই করতে পারেনা। কারন নিজের প্রতি সবার ভালোবাসাটা বেশি হয় বলে । কিন্তু কিছু ব্যাতিক্রম ঘটনাও ঘটে থাকে । আর এবার নিজের জীবনকে বাজি রেখে  দমকল কর্মী  আগুন নেভাতে নেমে পড়েন সাপ ভর্তি জলাশয়ে। রবিবার দুপুরে হঠাৎই আগুন লাগে হাওড়ার লিলুয়ার চামড়াইল দক্ষিণ পাড়ায় ।

মুলত বেশি জল আছে এই এলাকায় ৷ আর  কোথাও কোথাও জলাভূমি বুঝিয়ে মানুষ তাঁদের আস্তানা তৈরী করে নিয়েছেন পাতা দিয়ে। আর এটাই হল কাল  | শুকনো হোগলা পাতায় আগুন লেগে বিপত্তি ছড়ালো ওই এলাকায়  ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বসতি এলাকায় প্রাণ ও নিজেদের সম্পত্তি বাঁচাতে বালতি করেই আগুন নেভানোর চেষ্টা চালায় কয়েকজন বাসিন্দা ৷ DOMকিন্তু তাতে লাভ না হোয়ায় পরে দমকলকে খবর দেওয়া হয়। আর এই দমকল আসার আগে গোটা এলাকা মুহুর্তে কালো ধোয়াতে গ্রাস করে বসে। কিন্তু যেখানে আগুন লেগেছে সেই এলাকায় পৌঁছানো একেবারেই অসম্ভব দমকলের গাড়ি । এতে সমস্যা দেখা দেয় , আর সমস্যাস পড়েন দমকল কর্মীরা। | গ্রামবাসীরা আগুন নেভানোর নেভাতে পারেন নি , তারা হাজার চেশ্তা করেও অসমর্থ হয়।

আর  আগুন নেভানোর যে টেকনিক তাও তাঁদের জানা ছিল না | আর গোটা এলাকাই ঘিরে ছিল জল  তাই ছিলো অনেক অসুবিধা। এক বুক জলে প্রায় এক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে  যায় এক দমকল কর্মী। কয়েকজন গ্রামবাসীও  তাকে সাহায্য করে। পাশে এসে দাঁড়ায় অন্যান্যরাও। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।আর আগুন নিভিয়ে ফেরার সময় এলাকার মানুষদের হাততালি তাঁকে বাহবা জানাবনোয় তিনি বলেন এটাই আমাদের কর্তব্য। তা আর নতুন করে নাম জানানোর কিছু নেই।

সম্পর্কিত খবর