“সস্তা” লেহেঙ্গা পাঠিয়েছে বর পক্ষ, ক্ষিপ্ত হয়ে বিয়েই বাতিল করলেন কনে

বাংলাহান্ট ডেস্ক : উত্তরাখণ্ডের হালদওয়ানি থেকে সম্প্রতি একটি অদ্ভুত ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে। বরের পরিবারের পক্ষ থেকে সস্তার লেহেঙ্গা পাঠানোয় বিয়ে বাতিল করে দিয়েছেন কনে। চলতি বছর জুন মাসে রাজপুরা পাড়ার বাসিন্দা এই মেয়েটির বাগদান হয়।

এরপর তিনি যখন জানতে পারেন যে বরের বাড়ি থেকে তার জন্য মাত্র দশ হাজার টাকার একটি “সস্তা” লেহেঙ্গা কেনা হয়েছে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বিয়ে করতে অস্বীকার করেন। তবে বরের বাড়ি থেকে জানানো হয় এই লেহেঙ্গাটি লখনৌউ থেকে কেনা হয়েছিল। এবং এটির দাম প্রায় ১০ হাজার টাকা।

গত ৫ই নভেম্বর ছিল বিয়ের দিন। কিন্তু লেহেঙ্গা দেখে পছন্দ না হওয়ায় বিয়ের দিনই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন পাত্রী। কম টাকার লেহেঙ্গা দেওয়ার অভিযোগে তিনি অস্বীকার করেন বিয়ে করতে। এরপর ঘটনা বেগতিক দেখে পাত্রের বাবা কনেকে তার এটিএম কার্ডটি দেন সেটি ব্যবহার করে নতুন লেহেঙ্গা কেনার জন্য। কিন্তু তাতেও মত বদল হয়নি পাত্রীর। সম্পূর্ণ ঘটনাটি জানানো হয় কোতোয়ালি থানায়। এরপর দুই পরিবারের সমঝোতায় বাতিল করা হয় বিয়ের অনুষ্ঠান।

Arranged marriage

এই বছর জানুয়ারি মাসে এমনই আরেকটি ঘটনার খবর উঠে আসে উত্তরপ্রদেশ থেকে। জানা যায়, বিয়ের নিয়ম অনুযায়ী পাত্র তার বরমলা পাত্রীর গলায় দেওয়ার বদলে ভুল করে অন্য জায়গায় ছুঁড়ে ফেলেন। এই ঘটনায় পাত্রী ওই পাত্রটিকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর পুলিশের উপস্থিতিতে বাতিল করা হয় বিয়ে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর