লোডশেডিংয়েই বিপত্তি, বুঝতে না পেরে বোনের বরকেই বিয়ে করে বসলেন কনে! তারপর যা হল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারিপাশে রোজ কতকিছুই না ঘটে! কিন্তু, সেইসব ঘটনাগুলির মাঝেই এমন সব ঘটনা হঠাৎ করে ঘটে যায় যেগুলি প্রকাশ্যে আসার পর রীতিমত চমকে যান সবাই। এমনকি, অত্যন্ত বিষ্ময়কর এই ঘটনাগুলি কার্যত বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। সেই রেশ বজায় রেখেই এবার ঠিক সেইরকমই এক ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যা শুনলে অবাক হবেন আপনারাও!

আমরা প্রায়শই দেখে থাকি যে, বিভিন্ন পরিবার একই বিবাহের অনুষ্ঠানে একাধিক বিয়ের আয়োজন করে থাকে। কিন্তু, এবার ঠিক সেইরকমেরই এক বিবাহের আসরে ঘটে গেল অত্যন্ত অবাক করা ঘটনা। লোডশেডিংয়ের কারণে কার্যত পাত্রকে চিনতে ভুল করে বোনের বরকেই বিয়ে করে বসলেন কনে!

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই সত্যি! আর ওই বিরল ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের একটি গ্রামে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রমেশলালের মেয়ে নিকিতা ও করিশমার বিয়ে ঠিক হয়েছিল ডাঙ্গোয়ারা ভোলা ও গণেশের সঙ্গে। কিন্তু তাঁরা ঘটনাচক্রে বুঝতে না পেরে ভুল বরকে বিয়ে করে ফেলেন। মূলত, তাঁদের মুখ ঘোমটায় ঢেকে থাকার কারণে তাঁরা কেউই এই ব্যাপারটি বুঝতে পারেন নি। পাশাপাশি, সেখানে উপস্থিত বরেরাও প্রায় একই সাজেই সজ্জিত ছিলেন।

এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জইন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বদনগর তহসিলের আসলানা গ্রামে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যম “ইন্ডিয়া টুডে”-র একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে, ভুলটি নজরে আসার পর বররা ভুল কনেদের তাঁদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণের আলোচনার পর পরিবারের পক্ষ থেকে এই ভুলের মীমাংসাও করে নেওয়া হয়। পাশাপাশি, সেই বর এবং কনেদেরকে পরের দিন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সঠিক সঙ্গীদের নিয়ে বিয়ে করানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

এদিকে, এই ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যা শুনে কার্যত আকাশ থেকে পড়েছেন নেটিজেনরা। বিয়ের আসরেও যে এই “বড় ভুল” হতে পারে তা কার্যত বিশ্বাসই করতে পারছেন না তাঁরা। এমনকি, নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। আবার অনেকেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন, “এমন ঘটনা শুধুমাত্র ভারতেই ঘটতে পারে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর