BJP বিরোধী ঐক্য মঞ্চে এক সঙ্গে হাজির TMC-CPM! ১২ দলের তালিকায় অনুপস্থিত কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে হবে। এই দাবিতে চলছে আন্দোলন। মঞ্চের আহ্বায়ক ছিলেন তেলেঙ্গানার শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samiti)। সেই মঞ্চকে সামনে রেখে আরও একবার নিজেদের ঐক্য প্রমাণ করে দিল সম্মিলিত বিরোধী শিবির। বিআরএস নেত্রী কে কবিতার ডাকা ধরনা মঞ্চে হাজির হয় মোট ১২টি বিরোধী দল। কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার এই মঞ্চে অনুপস্থিত থাকল কংগ্রেস (Congress)।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মোট ১২টি বিরোধী দল এই মঞ্চে যোগ দেয়। তৃণমূলের পক্ষ থেকে পাঠানো হয়েছে রাজ্যসভার মহিলা সাংসদ সুস্মিতা দেবকে। আম আদমি পার্টির সঞ্জয় সিং, নির্দল সাংসদ কপিল সিব্বল, সিপিএমের সীতারাম ইয়েচুরি-সহ জাতীয় রাজনীতিতে পরিচিত বেশ কিছু মুখ আজ দিল্লির প্রতীকী অনশনে শামিল হয়েছেন। এছাড়াও রয়েছেন শিব সেনা থেকে উদ্ধব শিবির, অকালি দল, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, জেডিইউ, এনসিপি, সমাজবাদী পার্টি, সিপিআই, এবং বিআরএসের নেতারা উপস্থিত রয়েছেন ধরনা মঞ্চে।

বিআরএস নেত্রী কবিতা বলেন, সরকারি ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের পাশাপাশি সংসদেও মেয়েদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। আগামী দিনে রাজনীতিতে পরিবর্তন আনতে হলে রাজনীতিতে মেয়েদের সংখ্যা বাড়াতেই হবে। কেন্দ্র আইন কার্যকর না করলে আগামী দিনে দেশজুড়ে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

telengana 2

আসলে মহিলা সংরক্ষণ আইনকে ইস্যু করলেও শুক্রবারের বিরোধীদের জমায়েয়ের মূল উদ্দেশ্য অন্য। সেটা হল সব বিরোধীকে একত্রিত করে শক্তি এবং ঐক্য প্রদর্শন করা। এ হেন মঞ্চে কংগ্রেসের অনুপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসকে বাদ দিয়েও যে দিল্লির বুকে বিরোধীদের একত্রিত করা সম্ভব, সেটা একপ্রকার দেখিয়ে দিল এদিনের ধরনা মঞ্চ। সেই সঙ্গে বিজেপি বিরোধী পরিসরে কংগ্রেসের গুরুত্ব সম্ভবত আরও খানিকটা কমল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

১৬ মার্চ ইডি দফতরে হাজিরা দেবেন বলে জানান। কিন্তু কেন্দ্রীয় সংস্থা ১১ মার্চ হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কবিতা। ইডির এই তাড়াহুড়ো নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিআরএস নেত্রী। উল্লেখ্য, দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে কয়েকদিন আগে বিআরএস নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। সিবিআই জিজ্ঞাসাবাদের পরেই ইডি তলব করে কবিতকে। এবং ১০ মার্চের মধ্যে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর