বিদেশি নয়, স্বদেশীতেই বাজিমাত! সীমান্ত সুরক্ষার জন্য কম খরচে হাইটেক প্রযুক্তি BSF-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য বিএসএফ-এর দেশীয় প্রযুক্তির মান ব্যয়বহুল বিদেশী সরঞ্জামকে ছাড়িয়ে গেছে। এই প্রযুক্তির মধ্যে রয়েছে টানেল বিরোধী সমাধান, আইইডি সনাক্তকরণ এবং ঘন কুয়াশায় সীমান্ত পাহারার জন্য সরঞ্জাম ইত্যাদি। বিএসএফের ডিজি পঙ্কজ সিং বলেছেন, সীমান্ত সংলগ্ন এলাকায় ইতিমধ্যে যে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম বসানো হচ্ছে তার কাজ চলবে। বিএসএফ নিজেদের মধ্যেই বর্তমানে দেশীয় প্রযুক্তির মাধ্যমে নজরদারির কাজ শুরু করেছে। কোনো বিদেশি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করতে অনেক সময় লাগে। কিন্তু নতুন ব্যবস্থার ফলে অনেক সুবিধা হয়েছে বিএসএফ-এর। সীমান্ত নজরদারির জন্য এখন কম দামি ও দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

তিন-চার বছর আগে বিএসএফে ‘কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিআইবিএমএস) এর ট্রায়াল শুরু হয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে এই প্রযুক্তিগত ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর বড় সুবিধা হল এর সাহায্যে খারাপ আবহাওয়া, কুয়াশা এবং তুষারপাতের সময় মানুষ, পশু, পাখি এবং অন্যান্য সরঞ্জামের ছবি স্পষ্টভাবে দেখা যায়। এই সিস্টেম সাধারণত পাওয়া যায় যেখানে নদী, স্রোত এবং পাহাড় আছে। বেড়া দেওয়া এই ধরনের এলাকায় খুব কার্যকর প্রমাণিত হয় না. CIBMS নামক ইসরায়েলি প্রযুক্তির উপর ভিত্তি করে একটি সিস্টেম।

ব্রহ্মপুত্র এবং এর অনেক উপনদীর ভিন্নধর্মী পরিসরের জন্য সেখানকার সীমান্ত পর্যবেক্ষণকে একটি জটিল কাজে পরিণত করে। বর্ষাকালে এ কাজ ঝুঁকিপূর্ণ। যারা অনুপ্রবেশ ও পাচার করে তারা বৃষ্টির অপেক্ষায় থাকে। CIBMS সিস্টেমে সেন্সর এবং ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্রহ্মপুত্র ও এর উপনদীর জলে ভারত-বাংলাদেশের বেষ্টনীবিহীন সীমান্ত কার্যকর নজরদারির জন্য বিএসএফ এই ব্যবস্থার সাহায্য নিয়েছে। প্রতি মরশুমে ক্যামেরা ও সেন্সর সিস্টেম ২৪ ঘণ্টা কাজ করে। সীমান্ত এলাকায় যেখানে এই সিস্টেমটি ইনস্টল করা হয়েছে, পুরো এলাকাটি ডেটা নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যেমন ওএফসি কেবল, ডিএমআর যোগাযোগ, দিন এবং রাতের নজরদারি ক্যামেরা এবং অনুপ্রবেশ সনাক্তকরণ ব্যবস্থা দ্বারা আচ্ছাদিত।

সীমান্তে থাকা এই প্রযুক্তিগত ডিভাইসগুলো বিএসএফকে সব ধরনের ফিডব্যাক দিয়ে থাকে। আড়াআড়ি ও সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে বিএসএফকে সতর্ক করা হয়। এটি বিএসএফকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে। সিআইবিএমএস-এ যে সব যন্ত্রপাতি একসঙ্গে কাজ করে, বিএসএফ সেসব যন্ত্রপাতি আলাদা করে একই কাজ নিয়েছে। UAV এর কম খরচে সমাধান অন্বেষণ করা হয়েছে. শুধু নাম আলাদা, বাকি কাজও হচ্ছে দেশীয় যন্ত্রপাতি দিয়ে। ভালো মানের সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করা হয়েছে। অনেক ধরনের ক্যামেরা আছে। একইভাবে, অ্যান্টি টানেল সমাধান অনুসন্ধান করা হয়েছে। সীমান্তে মাটির নিচ থেকে ৩০ ফুট পর্যন্ত টানেল খোঁড়া হচ্ছে। বাইরে পড়ে থাকা খননকৃত মাটি দিয়েও তদন্ত হয়। তার জন্য বিশেষ ধরনের ড্রোন প্রস্তুত করা হয়েছে। মাটির রং দেখে সেই ড্রোন বলে দেবে যে মাটি বের হয়েছে সুড়ঙ্গের ভেতর থেকে, নাকি বাইরে থেকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর