বাজেট পেশ হওয়ার আগেই প্রভাব সেনসেক্সে!

বাংলা হান্ট ডেস্ক : ঠিক সকাল ১০টায় সেনসেক্স ৪৬ পয়েন্ট উঠে দাঁড়াল ৩৯,৯৫৪ পয়েন্টে। নিফটি ৫০ আট পয়েন্ট বেড়ে পৌঁছল ১১,৯৫৮ পয়েন্টে।কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে শুক্রবার সকালে ফের চাঙ্গা হল শেয়ারবাজার। সকাল ১০টায় বিএসই এস অ্যান্ড পি সেনসেক্স ৪৬ পয়েন্ট উঠে দাঁড়াল ৩৯,৯৫৪ পয়েন্টে। নিফটি ৫০ আট পয়েন্ট বেড়ে পৌঁছল ১১,৯৫৮ পয়েন্টে।

বৃহস্পতিবার পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির হার পাঁচ বছর পিছিয়ে থাকার পরে ২০১৯-২০ অর্থবর্ষে বেড়ে ৭% হওয়ার সম্ভাবনার পূর্বাভাস করা হয়। তারই কিছু প্রভাব দেখা গিয়েছে এদিন সকালের শেয়ারবাজারে।

IMG 20190705 WA0065জাতীয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ ক্ষেত্রে সামগ্রিক বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যদিও তার মধ্যে ব্যতিক্রম আইটি, ধাতু ও ফার্মা সেক্টর।

সম্পর্কিত খবর