এবার বিজেপি শাসিত মণিপুরে গির্জার উপর চলল বুলডোজার! ধূলিসাৎ তিনটি চার্চ, তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), কাশ্মীরের পর এবার বুলডোজার চলল মণিপুরে (Manipur)। এতদিন মাদ্রাসায় দেখা গেছে বুলডোজার অ্যাকশন। এবার বুলডোজার গুঁড়িয়ে দিল পরপর ৩টি গির্জা। তারপরই তুলকালাম সে রাজ্য। গত রবিবার দিল্লির একটি গির্জায় গিয়ে সর্বধর্ম সমন্বয়-এর বার্তা দিয়ে আসেন। আর এর ৩ দিনের মধ্যেই বুলডোজার ধ্বংস করল গির্জা।

মনিপুর রাজ্যে মোট জনসংখ্যার ৪১ শতাংশ খ্রিস্টান। যে তিনটি গির্জা ভাঙা হয়েছে তার মধ্যে একটি ১৯৭৪ সালে তৈরি হয়েছে। এই ঘটনার পরই আতঙ্কে রয়েছেন সে রাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে হঠাৎ গির্জা ভাঙা হল কেন? মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর দাবি, সবকটি গির্জাই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

buldozer 2

পাদ্রী নোঙঝাও ইউপি জানান, ‘২০২০ সালের ২৪ ডিসেম্বর এই ৩টি গির্জা উচ্ছেদের নোটিস দেয়। সরকারের নোটিশের বিরুদ্ধে আদালতে যায় গির্জা ফোরাম। ফোরামের আবেদন মেনে তিন বছর এই নোটিশের উপর স্থগিতাদেশ দেত আদালত। সেই সময় পেরিয়ে যাওয়ার পরই ফের আদালতের থেকে অনুমতি দেয় রাজ্য সরকার।

এরপর গত ৪ এপ্রিল হাইকোর্টের প্রধান বিচারপতি এম মুরালিধরনের নেতৃত্বে ডিভিসন বেঞ্চ গির্জা উচ্ছেদের সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরই ছেড়ে দেয়। আদালত জানায়, গির্জার নথির পরিমাণ, নির্মাণের নীতি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা মতে গির্জা উচ্ছেদের সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরেই ছেড়ে দেয়।

গির্জা ফোরাম জানায়, গির্জাগুলি খুবিই পুরনো। একদি গির্জা ৪৯ বছরের পুরনো। গির্জার নথিপত্র রয়েছে তাদের হাতেই। সরকারি জমি বেদখল করে এগুলো নির্মাণ করা হয়নি। এদিকে, মুখ্যমন্ত্রী বীরেন সিং দাবি করেন, ‘ভেঙে যাওয়া গির্জাগুলি বেআইনি ভাবে গড়ে উঠেছে। তাই আইনমতে এগুলি ভাঙা হয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর