বাড়িতে ঢুকে তৃণমূলের উপপ্রধানকে গুঁতল ষাঁড়! এর আগে তার গুঁতোয় প্রাণ হারিয়েছে দুইজন

বাংলাহান্ট ডেস্ক : বড়ই অবাধ্য ষাড়। একে তাকে শুধু গুঁতিয়ে বেড়ায়। এই অভিযোগ অনেক আগেই উঠেছিল। তার গুঁতোনোর চোটে দুই ব্যক্তি নাকি প্রাণও হারিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন সব কিছু জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু এ বার ওই ষাড়ের গুতোতে আহত হলেন খোদ তারকেশ্বরের (Tarakeshwar) রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস সামন্ত।

‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমায় স্বর্গের ষাড়ের গুতোয় লণ্ডভণ্ড হতে বসেছিল সৃষ্টি। তারকেশ্বরের রামনগর গ্রামে ঘটল তেমনই এক দুর্ঘটনা। ষাড়ের গুঁতোয় আহত গ্রামের উপপ্রধান। স্থানীয় বাসিন্দারা জানান, নবমীর দিন সকালে কলাইকুণ্ডু এলাকায় সোজা আশিসের বাড়ির মধ্যেই ঢুকে পড়ে ষাড়টি। গুঁতিয়ে দেয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আশিস সামন্ত।

তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। তাঁরা আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খুনি ষাড়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।পরে অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা যাচ্ছে।

বাসিন্দাদের একাধিক অভিযোগ সত্ত্বেও ওই ভয়ংকর ষাড়কে ঠকাতে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। তা এক কথায় স্বীকার করে নেন তারকেশ্বর পুরসভার কাউন্সিলার স্বপন সামন্ত। তিনি দাবি করে, ‘প্রশাসনের গাফিলতিতেই আজ এই কাণ্ড ঘটল।’ উপপ্রধান আশিস সামন্তর অবস্থা এই মুহুর্তে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

এবারই প্রথম নয়। এর আগে ‘ধর্মের ষাঁড়’ এর গুঁতোয় প্রাণ গেল কৃষক ধর্ম ঘোষের (West Medinipur News)। কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার নিউ দণ্ডপাট কোল্ড স্টোরেজের সামনে। পুলিস সূত্রে জানা গেছে, মৃতের নাম ধর্ম ঘোষ। বাড়ি আনন্দপুর থানা চিঁয়াপাট এলাকায়।

 

Avatar
Sudipto

সম্পর্কিত খবর