হেডিংলিতে এমন রেকর্ড গড়তে পারেন বুমরা, যা নেই কিংবদন্তি কপিলেরও

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের কিংবদন্তি জোরে বোলারদের তালিকায় তিনি নতুন সংযোজন ঠিকই। কিন্তু ইতিমধ্যেই বিপক্ষীয় ব্যাটসম্যানদের মনে ত্রাসের ঝড় বইয়ে দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে পা রাখার পর থেকেই জাসপ্রিত বুমরা প্রমান করে দিয়েছেন, ক্রিকেটের যেকোনও ফরম্যাটেই তিনি হয়ে উঠতে পারেন অধিনায়কের প্রথম পছন্দ। এবার বুমরার সামনে রয়েছে দুরন্ত রেকর্ড তৈরীর হাতছানি। ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলার কপিল দেবকেও এবার ছাড়িয়ে যেতে পারেন তিনি।

কি সেই রেকর্ড? মাত্র ২৫ টি টেস্টে ১০০ উইকেট নিয়ে এই অনবদ্য রেকর্ড গড়েছিলেন কপিল দেব। আর এই রেকর্ড ভাঙারই খুব কাছাকাছি চলে এসেছেন বুমরা। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট থেকেই ভালো ফর্মে রয়েছেন এই পেসার। নটিংহাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট নটি উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে ছিল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটও। লর্ডসে প্রথম ইনিংসে সেভাবে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। যার ফলে মোট ২৩ টি টেস্ট খেলে এখন তার সংগ্রহ ৯৫ উইকেট। তাই হেডিংলিতে যদি আর পাঁচটি উইকেট নিতে পারেন এই জোরে বলার তাহলেই তিনি ভেঙে দেবেন কপিল দেবের রেকর্ড।

একদিকে বুমরা তো রয়েছেন রেকর্ডের খুব কাছাকাছি, আসুন আজ দেখে নেওয়া যাক ভারতীয় টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০ তম উইকেটে পৌঁছেছেন কারা কারা? আর তাদের মধ্যে কতজন স্পিনার এবং কতজন জোরে বোলার। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারী হলেন রবীচন্দ্রন অশ্বিন। মাত্র ১৮টি টেস্টের কৃতিত্ব অর্জন করেন তিনি। সেবার তিনি ভেঙে দিয়েছিলেন এরাপল্লি প্রসন্নর রেকর্ড। মাত্র ২০ টি শততম উইকেট শিকার করেছিলেন প্রসন্ন।

IMG 20210824 120623

এই তালিকায় এর পরেই রয়েছেন কুম্বলে। ২১টি টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এছাড়া সুভাষ গুপ্তে ২২টি, চন্দ্রশেখর ২২টি, প্রজ্ঞান ওঝা ২২টি ও মানকড় ২৩টি টেস্টে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। কিন্তু এদের সকলেই স্পিনার। ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকার করেছিলেন কপিল দেবই। এছাড়া জোরে বোলারদের মধ্যে ২৯ টি টেস্টে ১০০ উইকেট শিকার করেন ইরফান পাঠান। আর তাই কার্যত এই রেকর্ড গড়লে জোরে বোলার হিসাবে দ্রুততম একশো উইকেট শিকারীদের তালিকায় প্রথম স্থানে উঠে আসবেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর