এই অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্যই বুমরাহ এত ভয়ঙ্কর হয়ে উঠেছেন: জাহির খান।

এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার হলেন ভারতীয় পেসার যাশপ্রীত বুমরাহ। সীমিত ওভারেরে ক্রিকেট ছেড়ে ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে নাম লিখিয়েছেন তিনি এবং টেস্টেও অত্যন্ত সফল বুমরাহ। ভারতীয় দলের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে নজর কেড়েছেন তিনি। আর তারপর থেকে অবসর প্রাপ্ত বহু ভারতীয় ক্রিকেটার বলতে শুরু করেন যে বুমরাহ হচ্ছে ভারতীয় ক্রিকেটের এক অনন্য সম্পদ। আর এবার সেই একই কথা মেনে নিলেন 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য জাহির খান।

ইতিমধ্যে বুমরাহের বোলিং নিয়ে নানান সমালোচনা হলেও জাহির খান বলেন যে এই আলাদা কল বোলিং একশনের জন্য বুমরাহ অন্যতম সেরা বোলার হয়ে উঠেছে। এইরকম বোলিং একশন থেকে বোলিং করার সময় বুমরাহ বিশেষ সুবিধা পান। জাহির তার সাথে যোগ করেন যে যত দিন যাচ্ছে ততই বুনরাহ নিজের খেলা উন্নতি করছে। এবং সে নিজের খেলায় উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে চলছেন। সেই সাথে জাহির খান বলেন যে ফিটনেসে আরো উন্নতি করার জন্য বুমরাহ যথেষ্ট পরিশ্রম করছেন।

1562599039 4

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার সুবাদে গত বছর ভারতের তরুণ পেসার বুমরাহের সাথে বেশ কয়েক মাস সময় কাটিয়েছেন জাহির খান এবং তিনি বলেন যে সেই সময় তিনি লক্ষ্য করেন একজন সফল হওয়ার সমস্ত লক্ষণ রয়েছে বুমরাহের মধ্যে। বুমরাহের মধ্যে রয়েছে উইকেট নেওয়ার তীব্র খিদে যেটা একজন বোলারের সফল হওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। সেই সাথে তিনি বলেন আন্তর্জাতিক মঞ্চে বোলিং করার জন্য ঠিক যেমন মানসিকতার প্রয়োজন তেমন মানসিকতা রয়েছে বুমরাহের। এবং এই মানসিকতা নিয়ে বুমরাহ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বোলিং করে চলেছেন এবং পাচ্ছেন সাফল্য।

এইদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জাহির খানকে প্রশ্ন করা হলে উনি বলেন যে এখনও বেশ কিছুটা সময় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এখন থেকেই তিনি বিশ্বকাপ সম্বন্ধে কোনো রকম পরিকল্পনা যেতে রাজি নয়, তিনি বলেন যে ভারতের টিম ম্যানেজমেন্ট রয়েছেন এবং তাদের ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে তারা বিশ্বকাপের জন্য একদম সুসংগঠিত টিমকেই বেছে নেবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর