ঘরের মধ্যে কিছু সময় তেজপাতা পোড়ান, চোখের সামনেই ফল পাবেন হাতেনাতে

বাংলা হান্ট ডেস্ক : রান্নায় স্বাদ বাড়াতে তেজপাতার গুণাগুণ জুড়ি মেলা ভার। তবে শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর মধ্যেই এর ভূমিকা সীমাবদ্ধ নেই কারণ শতাব্দী প্রাচীন ধরে ভেষজ ওষুধ হিসেবে তেজ পাতা ব্যবহার করা হয়। আয়ুর্বেদ চিকিত্সা শাস্ত্রে তেজ পাতা খাওয়া ছাড়াও পড়ানোর মধ্য দিয়ে স্বাস্থ্যের উপকারিতা লক্ষ করা যায়। সম্প্রতি একটি হেলথ ওয়েবসাইট তেজপাতার স্বাস্থ্যগত গুণাগুণ প্রকাশিত হয়েছিল।tez patta

সেই প্রতিবেদন থেকে জানা গিয়েছে ঘরের মধ্যে দশ মিনিট ধরে তেজপাতা পোড়ালে তেজপাতার মধ্যস্থ যে তৈলাক্ত উপাদান থাকে তা পুড়ে গিয়ে ঘরে সুগন্ধ ছড়ায় আর এই সুগন্ধ মনকে চাঙ্গা করে যা মানসিক চাপ থেকে মুক্তি দেয়। যদিও এখানেই শেষ নয় কারণ ইউরোপীয় বিভিন্ন শাস্ত্রে রয়েছে তেজ পাতাকে ওষুধ বলে ব্যবহার করত প্রাচীন গ্রিক ও রোমানরা ।

তেজপাতার স্বাস্থ্যগত গুণাগুণ: বিজ্ঞানীরা বলছেন তেজ পাতায় তৈলাক্ত উপাদান থাকার পাশাপাশি সাইকো অ্যাকটিভ পদার্থ থাকে যা জীবাণু নাশক এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যেটি শুধুমাত্র মানসিক সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এমনটা নয় শরীরের ভিতরে যে কোনও সমস্যা যেমন হজম বা পেটের সমস্যা নিরাময়ে সাহায্য করে। এ ছাড়াও মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যাও সহজে দূরে সরিয়ে দেয়।

সম্পর্কিত খবর