পাহাড় থেকে ১৩০ ফুট গভীর খাদে পড়ে গেল বরযাত্রীর বাস, জম্মু কাশ্মীরের ঘটনায় মৃত দুই, আহত ৩৮

বাংলাহান্ট ডেস্ক : সাপের মতো এঁকে-বেঁকে চলা পাহাড়ি রাস্তা। কনকনে ঠাণ্ডা অন্ধকারকে আরও জমাটি করে তুলেছে। তারই মধ্যে পাহাড়ি হাওয়া কেটে তীব্র বেগে ছুটে চলছে একটি বাস। হঠাৎ একটা বাঁক নিতেই ছিটকে খাদে পড়ে গেল সেটি। ভয়ংকর এই দুর্ঘটনায় এখনও অবধি দুইজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় আরও ৩৮ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (Jammu- Kashmir)উধমপুরে। সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বাসটি। দ্রুতগতিতে চালানোর মূল্য জীবন দিয়ে মেটাতে হলো যাত্রীদের। প্রচণ্ড গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ১৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি (Bus Accident)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংকা করা হচ্ছে।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, উধমপুরের রামনগর এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। পাহাড়ি রাস্তায় তীক্ষ্ণ বাঁক নিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। বাসে ৪০ থেকে ৪২ জন মতো যাত্রী ছিলেন। তারা সকলেই খাদে পড়ে যান। স্থানীয় এলাকাবাসীই প্রথমে দুর্ঘটনার খবর জানতে পারেন। তাঁরাই খবর দেন পুলিশকে। গ্রামবাসীদের সাহায্যেই খাদে নেমে আহতদের উদ্ধারকাজ শুরু হয়। উধমপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ বিজয় বাসনোত্রা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই’জনের। আহত যাত্রীর সংখ্যা ৩৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে স্বাস্থ আধিকারিকরা। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জনা গিয়েছে, উধমপুরের রামনগরের গুন্ডিয়া গ্রাম থেকে ওই বাসটি আসছিল। যাত্রীরা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ রাতে ফেরার সময় ভয়ংকর দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন বাস চালক। পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ছিটকে ১৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাস।

দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।। তিনি টুইটে বলেন,”উধমপুরের রামনগরের ভয়ংকর দুর্ঘটনায় আমি বেদনাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদন জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জেলা প্রশাসনের আধিকারিকদের আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর